Gujarat Giants vs Urbanrisers Hyderabad (Photo Credit: @LLCT20/ X)

লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর অষ্টম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও আরবানাইজার্স হায়দরাবাদ। রবিবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টস মণিপাল টাইগার্সের কাছে হেরে গেলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় এবং একটি থ্রিলারে ভিলওয়ারা কিংসকে পরাজিত করে। ক্রিস গেইলের ২৭ বলে ৫২ রানে ভর করে বোর্ডে ১৭২ রান তোলে জায়ান্টরা। এরপর বল হাতে ২টি করে উইকেট নেন রায়াদ এমরিট ও ঈশ্বর চৌধুরী। এরপর জায়ান্টরা রোমাঞ্চকর ম্যাচে ১৬৯ রানে আটকে তিন রান জয় লাভ করে। অন্যদিকে, লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এ দুর্দান্ত শুরু করেছে আরবানাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত দু'টি ম্যাচ খেলে দু'টিতেই জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে সাউদার্ন সুপার স্টারকে হারানোর পর পরই ইন্ডিয়া ক্যাপিটালসকে হারায় তারা। শেষ ম্যাচে গুরকিরত সিং মান ৫৪ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে আরবানাইজার্সকে ২০ ওভারে ১৮৯ রান তুলতে সাহায্য করেন। এরপর বোলাররা এগিয়ে আসেন ক্যাপিটালসকে ৬ উইকেটে ১৮৬ রানে আটকে দেন। SRH-RCB Trade, IPL 2024: আগামী আইপিএলে হায়দরাবাদে শাহবাজ আহমেদ, ব্যাঙ্গালোরে ময়ঙ্ক ডাগর

আরবানাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: ডোয়াইন স্মিথ, মার্টিন গাপটিল, গুরকীরত সিং মান, সুরেশ রায়না (অধিনায়ক), পিটার ট্রেগো, স্টুয়ার্ট বিনি, যোগেশ নগর, অমিত পাওনিকার (উইকেটরক্ষক), টিনো বেস্ট, পবন সুয়াল, ক্রিস এমপোফু, প্রজ্ঞান ওঝা, জেরোম টেইলর, চামারা কাপুগেদেরা, মর্নি মর্কেল, সুদীপ ত্যাগী, তিরুমালসেট্টি সুমন, আসগর আফগান, মোহনীশ মিশ্র, দেবেন্দ্র বিশু, মিলিন্দ কুমার, শিবকান্ত শুক্ল।

গুজরাত জায়ান্টস স্কোয়াড: ক্রিস গেইল, জ্যাক ক্যালিস, রিচার্ড লেভি, কেভিন ও ব্রায়েন, পার্থিব প্যাটেল (অধিনায়ক/উইকেটরক্ষক), অভিষেক ঝুনঝুনওয়ালা, এলটন চিগুম্বুরা, চিরাগ খুরানা, রজত ভাটিয়া, রায়াদ এমরিট, সরবজিৎ লাড্ডা, ঈশ্বর চৌধুরী, এস শ্রীসন্থ, লিয়াম প্লাঙ্কেট, ট্রেন্ট জনস্টন, সুলেমান বেনন, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, দিশান্ত ইয়াগনিক, সিকুগে প্রসন্ন, নাথান রিয়ার্ডন, ডেন পিট, আহমেদ রাজা।

কবে, কোথায় আয়োজিত হবে আরবানাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ?

২৬ নভেম্বর দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Rajiv Gandhi International Cricket Stadium, Dehradun) ২০২৩ লেজেন্ডস লীগ ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে আরবানাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত জায়ান্টস।

কখন থেকে শুরু হবে আরবানাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ?

আরবানাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় আরবানাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে আরবানাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আরবানাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে আরবানাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) এবং ফ্যানকোড অ্যাপে।