India National Cricket Team vs West Indies National Cricket Team: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১১ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) ম্যাচের দ্বিতীয় দিনে মুখোমুখি হয় IND বনাম WI। গতকাল, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ওয়েস্ট ইন্ডিজের সামনে বিশাল টার্গেট দিয়েছে ভারত। শুভমন গিল (Shubman Gill) আজ সেঞ্চুরি করে ১৯৬ বলে ১২৯ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন। দ্বিতীয় ইনিংসে ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৪৪ রানে রস্টন চেজের (Roston Chase) বলে বোল্ড হতেই ৫১৮/৫ স্কোরে ইনিংস ঘোষণা করে ভারত। আজ সকালে ১৭৫ রানে রান আউট হয়ে যান তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। Shubman Gill Century: রোহিত, সচিনের রেকর্ড ভেঙে দিল্লিতে অনন্য সেঞ্চুরি অধিনায়ক শুভমন গিলের
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের স্কোরকার্ড
Innings Break!#TeamIndia have declared on a mammoth 5⃣1⃣8⃣/5⃣
1⃣7⃣5⃣ for Yashasvi Jaiswal
1⃣2⃣9⃣* for Captain Shubman Gill
8⃣7⃣ for Sai Sudharsan
On to our bowlers now 🙌
Scorecard ▶ https://t.co/GYLslRzj4G#INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/kVT7lUpHwm
— BCCI (@BCCI) October 11, 2025
এর আগে গতকাল যশস্বী সেঞ্চুরি করেন, তিনি সাই সুদর্শন (Sai Sudharsan)-এর সঙ্গে দ্বিতীয় উইকেটে তাদের ১৯৩ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের প্রথম দিনে উইকেট তুলতে কালঘাম ছুটিয়ে দেন। সাই নিজে ১৬৫ বলে ৮৭ রান করে আউট হন। এছাড়া কেএল রাহুল (KL Rahul) ৩৮ রানে আউট হন এবং নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ৪৩ রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হলেন জোমেল ওয়ারিকান (Jomel Warrican)। তিনি ছাড়া আর কোনও বোলার সেভাবে প্রভাব ফেলতে পারেননি।