Shubman Gill and Gautam Gambhir (Photo Credits: BCCI/ X)

Gautam Gambhir-Shubman Gill Press Conference Live Streaming: প্রথম বড় দায়িত্বের আগে, নতুন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) আজ বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় প্রথমবারের মতো মিডিয়ার সামনে হাজির হবেন। ভারতীয় টেস্ট অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট থেকে বিদায় নেওয়ার পর শুভমনকে তার জায়গায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার প্রথম সিরিজই হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যা ২০ জুন লিডসে হেডিংলির মাঠে শুরু হবে। গিলের সাথে, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)-ও আজ সন্ধ্যা ৭টায় মুম্বইয়ের বিসিসিআই সদর দফতরে মিডিয়ার সামনে কথা বলবেন। ভারতীয় দলের টেস্ট স্কোয়াড, যারা ভারত 'এ' বনাম ইংল্যান্ড লায়ন্স ম্যাচের জন্য আগে পৌঁছেছে তারা বাদে বাকিরা বৃহস্পতিবার রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। ENG Squad, ENG vs IND Test Series: ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, ফিরলেন জেমি ওভারটন

প্রেস কনফারেন্সে শুভমন গিল, গৌতম গম্ভীর

প্রেস কনফারেন্সের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে শুভমন গিল, গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স?

৫ জুন মুম্বইয়ের বিসিসিআই সদর দফতরে (BCCI headquarters, Mumbai) আয়োজিত হবে শুভমন গিল, গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স।

কখন থেকে শুরু হবে শুভমন গিল, গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স?

শুভমন গিল, গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন শুভমন গিল, গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স?

শুভমন গিল, গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শুভমন গিল, গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স?

শুভমন গিল, গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।