নতুন দিল্লি, ২৪ এপ্রিল: করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন (Lockdown) চলছে। ফলে দীর্ঘদিনের গৃহ পরিচারিকার মরদেহ তার বাড়ি পাঠানো সম্ভব ছিল না। আর তাই পরিবারের সদস্যের মতোই গৃহ পরিচারিকার (Domestic Help) শেষকৃত্য (Last Rites) করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গম্ভীর বলেন, তিনি আমার পরিবারের সঙ্গে ছিলেন তাঁর শেষ কাজ করা আমার কর্তব্য ছিল। সবাই গৌতম গম্ভীরের এই মর্মস্পর্শী পদক্ষেপের প্রশংসা করছে
সরস্বতী পাত্র নামের ওই গৃহ পরিচারিকার বাড়ি ওড়িশার জাজপুর জলায়। গত ৬ বছর ধরে তিনি গম্ভীরের বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করছিলেন। অনেকদিন থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনি। কিছুদিন আগে অসুস্থ বোধ করায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল তার মৃত্যু হয়। সরস্বতীর মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন গম্ভীর। টুইটারে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান লিখেছেন, 'আমার ছোট্ট সন্তানের দেখাশোনা করতেন যিনি, তিনি কিছুতেই পরিচারিকা হতে পারেন না। আমার পরিবারের সদস্য ছিলেন তিনি। তার শেষকৃত্য সম্পন্ন করা আমার কর্তব্য ছিল।" গম্ভীর লিখেছেন, "জাতি, ধর্ম, বর্ণ বা সামাজিক অবস্থা বিবেচনা না করে সকলকে সম্মান দেখায় উচিত বলে আমি বিশ্বাস করি। শুধু এভাবেই ভালো সমাজ গড়ে তোলা যায়। এমন ভারতের স্বপ্ন দেখি।" আরও পড়ুন: Sachin Tendulkar's 47th Birthday: জন্মদিন পালন করবেন না সচিন তেন্ডুলকর, কিন্তু কেন
Taking care of my little one can never be domestic help. She was family. Performing her last rites was my duty. Always believed in dignity irrespective of caste, creed, religion or social status. Only way to create a better society. That’s my idea of India! Om Shanti pic.twitter.com/ZRVCO6jJMd
— Gautam Gambhir (@GautamGambhir) April 23, 2020
গম্ভীরের আচরণের প্রশংসায় পঞ্চমুখ অনেকে। গম্ভীরের এমন আচরণ অসংখ্য দরিদ্র মানুষের মনে মানবতার বিশ্বাস আরও অটুট হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ইস্পাত ও পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি নিজেও ওডিশার বাসিন্দা।