Ram Mandir Inauguration: সচিন থেকে বিরাট, দেখুন অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত ক্রীড়াবিদদের তালিকা
Virat Kohli & Sachin Tendulkar Ram Mandir Invitation (Photo Credits: X)

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ক্রিকেট মহলের একাধিক নাম। মঙ্গলবার অযোধ্যার আমন্ত্রণ পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। সর্বশেষ খবর অনুযায়ী, কোহলি এবং তার অভিনেত্রী-স্ত্রী অনুস্কা শর্মা এই দম্পতির মুম্বইয়ের বাড়িতে আমন্ত্রণ পেয়েছেন। এর আগে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি ও ব্যাটিং কিংবদন্তি তেন্ডুলকরকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ধোনিকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সহ-প্রাদেশিক সম্পাদক ধনঞ্জয় সিং। এর আগে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir) একটি পোস্ট শেয়ার করেন। First Look Of idol of Lord Ram inside Ayodhya temple: রামমন্দিরের গর্ভগৃহ থেকে এক ঝলক রামলালার দর্শন (দেখুন ছবি)

অযোধ্যায় রামলালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের বৈদিক অনুষ্ঠান শুরু হয়েছে মঙ্গলবারের অনুষ্ঠানের এক সপ্তাহ আগে। ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দেওয়া হবে। দুপুর ১টার মধ্যে 'প্রাণ প্রত্যয়' শেষ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী মোদী এবং অন্যান্যরা অনুষ্ঠানের পরে তাদের চিন্তাভাবনা প্রকাশ করবেন। প্রথা অনুযায়ী নেপালের জনকপুর ও মিথিলা এলাকা থেকে এক হাজার ঝুড়িতে করে উপহার এসেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ২০ ও ২১ জানুয়ারি দর্শন জনসাধারণের জন্য বন্ধ থাকবে।