বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) দশম আসরে ফরচুন বরিশালের (Fortune Barishal) হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার পাওয়ার-হিটার ব্যাটসম্যান ডেভিড মিলার (David Miller)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের আগে পুরো দল ঘোষণাও করে দিয়েছে তারা। বরিশালের অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল (Tamim Iqbal), সঙ্গে থাকবেন পাকিস্তানের শোয়েব মালিক (Shoaib Malik), ফখর জামান (Fakhar Zaman), দীনেশ চান্দিমাল ( Dinesh Chandimal)। নতুন চুক্তি হিসেবে শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারাকেও (Nuwan Thushara) দলে নিয়েছে বরিশাল। সাত দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে ১৯ জানুয়ারি এবং ফাইনাল হবে ২০২৪ সালের ১ মার্চ। Keshav Maharaj: তিনি ব্যাট করতে নামলেই কেন শুধু ভগবান রামের গান বাজে, বড় কথা জানালেন কেশব মহারাজ
ফরচুন বরিশালের স্কোয়াড: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টারলিং, ফখর জামান, মেহেদী হাসান রানা, আব্বাস আফ্রিদি, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান জুনিয়র, মহম্মদ সাইফুদ্দিন, ওয়েলালেজ দুনীথ নেথমিকা, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল, মহম্মদ ইমরান, আকিফ জাভেদ, ডেভিড মিলার, নুয়ান তুষারা।
দেখুন পোস্ট
🚨Fortune Barishal signs David Miller for BPL 2024#BPL2024 #FamilyCake #Alltime pic.twitter.com/1c9K1cZA5S
— bdcrictime.com (@BDCricTime) January 9, 2024