মুম্বই: দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। অবশেষে রবিবার মৃত্যু হল প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকারের (Former India captain Sunil Gavaskar) মা (mother) মৃণাল গাভাসকারের (Meenal Gavaskar) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই বয়সজনিত অসুস্থতার জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন মৃণাল গাভাসকার। রবিবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা করে ব্যর্থ করে মৃত্যু হয় তাঁর। মায়ের মৃত্যুর খবর পেয়েও কিন্তু অবিচল রয়েছেন সুনীল গাভাসকার। বর্তমানে তিনি বাংলাদেশে রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া দ্বিতীয় টেস্টম্যাচের কমেন্ট্রি করতে। সেখানে থাকাকালীন মায়ের মৃত্যুর খবর পেয়েও নিজের কর্তব্যে কোনও অবহেলা করেননি তিনি। ম্যাচের শেষে দর্শকদের অনুরোধে একজনের ব্যাটে অটোগ্রাফ দিতে দেখা যায় তাঁকে।