Manav Suthar (Photo Credit: OneCricket/ X)

Manav Suthar: ভারতীয় জাতীয় দলের নির্বাচকরা রাজস্থানের বাঁহাতি স্পিনার মানব সুথারের (Manav Suthar) ওপর নজর রেখেছেন। রিপোর্ট বলছে, তিনি আগামী মাসের দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার দৌড়ে রয়েছেন। ২৩ বছর বয়সী সুথার ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন এবং এরপর ২৩ ম্যাচে ৯৫ উইকেট নিয়েছেন। ২৭.৫০ গড়ে তার নামের সাথে চারটি পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে। এই স্পিনার চলমান দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে ভারতের এ দল এবং অস্ট্রেলিয়া এ দলের মধ্যে তার পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের মুগ্ধ করেছেন। তিনি লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচের উদ্বোধনী দিনেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এ দলে পাঁচ উইকেট নেন। রিপোর্ট বলছে, নির্বাচকরা সুধারকে রবীন্দ্র জাদেজার মতো করে চাইছেন। সেই কারণে তার ওপর কিছু সময় ধরে নজর রেখেছেন। Shreyas Iyer: লাল বল থেকে ব্রেক চান শ্রেয়স আইয়ার, চিঠি দিয়ে জানালেন বিসিসিআইকে

তিনি শক্তিশালী অস্ট্রেলিয়া এ ব্যাটিং ইউনিটের বিরুদ্ধে যেভাবে বোলিং করেছেন সেটা নির্বাচকদের নজর এড়ায়নি। আশা করা হচ্ছে ম্যাচ শেষে তাঁকে রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র স্পিনারদের সাথে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে উল্লেখ্য, সুথার ১৭টি লিস্ট এ ম্যাচ খেলেছেন যেখানে তার ২২ উইকেট আছে। এছাড়া ১৫টি টি২০ ম্যাচে, তার ১০টি উইকেট রয়েছে। আগামী ২ অক্টোবর আহমেদাবাদে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ১৫ জনের একটি দল নির্বাচন করতে আজ অজিত আগারকর এবং ভারতীয় নির্বাচন কমিটির ভার্চুয়ালি মিটিং হওয়ার কথা। তবে ধারণা করা হচ্ছে এই বছরের শুরুতে ইংল্যান্ড সফরে যে দলে ছিল, তাতে বড় কোনও পরিবর্তন হবে না। এবার সেখানে মানব জায়গা করতে পারেন কিনা সেটাই দেখার।