ENG vs WI Series 2025 (Photo Credit: Edgbaston Stadium/ X)

England National Cricket Team vs West Indies National Cricket Team, Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৮ মে মুখোমুখি হবে ENG বনাম WI। বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হয়েছে এই ম্যাচ। এই সিরিজটি হ্যারি ব্রুকের (Harry Brook) সাদা বলের অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট। তিনি দলের দায়িত্ব নিয়েছেন জস বাটলারের (Jos Buttler) কাছ থেকে। ইংল্যান্ড টানা সাতটি ম্যাচ হেরে এই ম্যাচে নামবে। যেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চলতি বছর ভারতে ৩-০ হার রয়েছে। অন্যদিকে, উইন্ডিজরা এই মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র রয়েছে। দুই দলের নজর ২০২৭ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন নিশ্চিত করা। ENG vs WI 1st ODI Winning Prediction: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ

ইংল্যান্ড স্কোয়াডঃ বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, আদিল রশিদ, সাকিব মাহমুদ, লুক উড, টম ব্যান্টন, ম্যাথু পটস, টম হার্টলি।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), আমির জাঙ্গু, জাস্টিন গ্রিভস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, আলজারি জোসেফ, গুদাকেশ মোতি, শামার জোসেফ, জেডিয়া ব্লেড, জুয়েল অ্যান্ড্রু, জেডেন সিল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শিমরন হেটমেয়ার।

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওয়ানডে সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ?

২৯ মে বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ?

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ভারতে টিভিতে কোথায় দেখবেন ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ?

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। বাংলাদেশে কোথায় সম্প্রচার করা হবে সেটা জানা যায়নি।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং সোনি লিভে (Sony LIV)। বাংলাদেশেও আশা করা যায় এই অ্যাপেই ম্যাচ দেখা যাবে।