গত ৫ অগাস্ট ৫৫ বছর বয়েসে মারা যান ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার গ্রাহাম থর্প (Graham Thrope)। থর্প কী কারণে মারা গিয়েছিলেন তখন জানা যায়নি। এবার তাঁর মৃত্যুর কারণ নিয়ে বিস্ফোরক দাবি করল তার স্ত্রী আমান্ডা থর্প। মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হন গ্রাহাম থর্প। এমন কথাই জানালেন গ্রাহামের স্ত্রী । বছর দুয়েক আগে গ্রাহাম থর্প আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানালেন তাঁর স্ত্রী।
এক সাক্ষাতকারে আমান্ডা জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরেই ক্রমশ মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন তাঁর স্বামী। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। আরও পড়ুন-অ্যাকাডেমিতে গলি ক্রিকেট খেললেন রাহুল দ্রাবিড়
দেখুন খবরটি
It is heartbreaking to learn Graham Thorpe took his own life following a long battle with depression and anxiety.
Below, we will post a list of free helplines that are there to help when you're feeling down or desperate.
Don't struggle with difficult feelings alone. https://t.co/BjO6y3CQcY
— England's Barmy Army 🏴🎺 (@TheBarmyArmy) August 12, 2024
গ্রাহাম থর্পের স্ত্রী আমান্ডা জানালেন, “ গত কয়েক বছর ধরে ওর মানসিক অবস্থা আমাদের চিন্তায় রাখত। খেলা ছাড়ার পরে হতাশা গ্রাস করল ওকে, অথচ ক্রিকেটজীবনে থর্প মানসিক ভাবে খুব শক্তিশালী ছিল। গত কয়েক বছর ধরে হতাশা ওকে শেষ করে দিচ্ছিল। ২০২২ সালের মে মাসেও নিজেকে শেষ করার চেষ্টা করেছিল থর্প। কিন্তু পারেনি। তার পর দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিল। আমরা ওকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার অনেক চেষ্টা করছিলাম। মাঝে ও সুস্থও হয়েছিল। কিন্তু কোনও কিছুই কাজে দিল না। ও চলে গেল।”
Suicide Prevention or Mental Health Helpline Numbers:
আত্মহত্যা রোখা বা মানসিক স্বাস্থ্যের জন্য হেল্পলাইন নম্বর:
টেলি মানস (স্বাস্থ্যমন্ত্রক) Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – 080-46110007; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 8322252525.