Bangladesh women's cricket team. (Photo Credits: X)

শারজা, ৫ অক্টোবর: ১০ বছর পর মহিলাদের টি-২০ বিশ্বকাপে (ICC Women T-20 Cricket World Cup 2024) কোনও ম্যাচে জিতেছিল বাংলাদেশ (Bangladesh Women Cricket Team)। তবে স্কটল্যান্ডের পর শক্তিশালী ইংল্যান্ডকে বাগে পেয়ে হারাতে পারলেন না নিগার সুলতানা-রা। মহিলাদের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় শক্তিশালী দেশ ইংল্যান্ডের কাছে ২১ রানে হারল বাংলাদেশ। শনিবার শারজায় শক্তিশালী ব্রিটিশ ব্যাটিংলাইন আপকে মাত্র ১১৮ রানে অল আউট করে হারানোর সুযোগ পেয়েছিলেন নিগারা সুলতানারা। কিন্তু সোবহানা মোস্ত্রি (৪৪) ছাড়া আর কেউ ক্রিজে দাঁড়াতে না পেরে হারল বাংলাদেশ। সোবাহানা আর নিগার সুলতানা (১৫) ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটার দু অঙ্কের রান করতে পারেননি। ৪১ রান করে ম্যাচের সেরা হলেন ইংল্যান্ডের তারকা ওপেনার ড্যানি ওয়াট। ইংল্যান্ড, বাংলাদেশ, স্কটল্যান্ড ছাড়া এই গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ থেকে দুটি দল শেষ চারে উঠবে। মূল লড়াই ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

মহিলাদের টি-২০ বিশ্বকাপে শনিবার দিনের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পরপর দুটো ম্য়াচে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল। ইংল্যান্ডের মহিলা দল এবার সোমবার শারজায় নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর মঙ্গলবার শারজায় অস্ট্রেলিয়া মহিলা দল খেলবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে।

দেখুন স্কোরবোর্ড

শ্রীলঙ্কা মহিলা দল প্রথমে ব্যাট করে পুরো ২০ ওভার খেলে মাত্র ৯৩ রান করেছিল। জবাবে ৩৪ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

এদিকে, নিউ জিল্যান্ডের কাছে হতশ্রী হারের ধাক্কা কাটিয়ে কাল, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে এই মহারণ ম্যাচ। সেমিতে উঠতে গেলে হরমনপ্রীতদের এবার কার্যত সব ম্যাচেই জিততে হবে।