আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ২০ তম ম্যাচে গতরাতে দুবাইয়ে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠল ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ক্যারিবিয়ান মহিলারা।  গ্রুপ পর্বের শেষ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডকে ১৪১ রানে আটকে দেয় তাঁরা।৭ উইকেট হারিয়ে এই রান করেন ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল । ইংল্যান্ডের হয়ে ন্যাট সাইভার-ব্রান্ট ছিলেন অসাধারণ পারফরমার,তিনি ৫০ বলে ৫৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যাফি ফ্লেচার নেন তিনটি উইকেট। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১২ বল বাকি থাকতেই ১৪২ রানের লক্ষ্য পূরণ করে। ওপেনার কিয়ানা জোসেফ এবং হেইলি ম্যাথিউস দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন। কিয়ানা জোসেফ ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন, আর হ্যালি ম্যাথিউসও ৩৮ বলে ৫০ রান করেন। ১৯ বলে ২৭ রানের অবদান রাখেন ডায়ান ডটিন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সারাহ গ্লেন ৩ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট, আর সোফি একলেস্টোন ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন। নেট সিভার-ব্রান্টও ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন।প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন কিয়ানা জোসেফ

কালই ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ। যার ফলে বিশ্বকাপের আসরে দুটি গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে খেলবে তা পরিস্কার হয়ে গেছে । গ্রুপ এ থেকে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড , অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গ্রুপ বি থেকে তাদের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামীকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার শারজায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার মহিলাদের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।