ENG W vs WI W (Photo Credit: @PCA/ X)

England Women National Cricket Team vs West Indies Women National Cricket Team, Live Streaming: ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৩ মে মুখোমুখি হবে ENG W বনাম WI W। হোভের কাউন্টি গ্রাউন্ডে (County Ground, Hove) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ক্যান্টারবেরিতে প্রথম টি২০ ম্যাচ আট উইকেটে জিতে নেয় ইংল্যান্ড। যেখানে তারা ১৬.৩ ওভারে ১৪৭ রান টার্গেট সহজে তাড়া করে নেয়। সোফিয়া ডাঙ্কলে (Sophia Dunkley) এবং হিথার নাইট (Heather Knight) অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ে এনে দেন। এর আগে, উইন্ডিজ মহিলা দলের ক্যাপ্টেন হেইলি ম্যাথিউস (Hayley Matthews) ৬৭ বলে ১০০ রান করেন। এছাড়া কেউ কিছুই করতে পারেননি। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে উইন্ডিজ মহিলাদের। RCB vs SRH, IPL 2025 Live Streaming: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ কোথায়, কখন টিভিতে এবং অনলাইনে দেখবেন?

ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা

ইংল্যান্ড মহিলা স্কোয়াডঃ ড্যানিয়েল ওয়াট-হজ, সোফিয়া ডানক্লি, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), হিদার নাইট, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), অ্যালিস ক্যাপসি, এমিলি আরলট, ইসি ওয়াং, শার্লট ডিন, লিনসি স্মিথ, লরেন বেল, সারাহ গ্লেন, পেইজ স্কলফিল্ড, ট্যামি বিউমন্ট।

ওয়েস্ট ইন্ডিজ মহিলা স্কোয়াডঃ কিয়ানা জোসেফ, হেইলি ম্যাথিউস (অধিনায়ক) জাইদা জেমস, রিয়েলিনা গ্রিমন্ড, শাবিকা গজনবি, আলিয়া অ্যালেন, জ্যানিলিয়া গ্লাসগো, ম্যান্ডি মাঙ্গরু (উইকেটরক্ষক) চেরি অ্যান ফ্রেজার, আফি ফ্লেচার, কারিশমা রামহারাক, আশমিনি মুনিসার, জাহজারা ক্ল্যাক্সটন, স্টাফানি টেলর, শেমাইন ক্যাম্পবেল।

ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা টি২০ সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, দ্বিতীয় টি২০ ম্যাচ?

২৩ মে হোভের কাউন্টি গ্রাউন্ডে (County Ground, Hove) আয়োজিত হবে ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, দ্বিতীয় টি২০ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, দ্বিতীয় টি২০ ম্যাচ?

ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১১টা ৫ মিনিটে।

ভারতে টিভিতে কোথায় দেখবেন ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, দ্বিতীয় টি২০ ম্যাচ?

ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, দ্বিতীয় টি২০ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, দ্বিতীয় টি২০ ম্যাচ

ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, দ্বিতীয় টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ (Sony LIV) এবং ফ্যানকোড অ্যাপে (FanCode App)।