England Women National Cricket Team vs India Women National Cricket Team, 4th T20I Winning Prediction: ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I Series 2025)-এর চতুর্থ টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৯ জুলাই মুখোমুখি হবে ENG W বনাম IND W। ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে (Emirates Old Trafford, Manchester) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? ভারত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে পাঁচ-ম্যাচের টি২০ সিরিজের এই ম্যাচে মাঠে নামবে। আজ ভারত চাইবে জয় দিয়ে সিরিজ জিতে নিতে, অন্যদিকে, ইংল্যান্ডের এই সিরিজে ফিরে আসার এটাই শেষ সুযোগ। ভারত প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৯৭ রানে এবং ২৪ রানে জয় পেয়েছে। তবে শেষ ম্যাচে ইংল্যান্ড ৫ রানের জয় নিয়ে প্রতিযোগিতায় টিকে রয়েছে। ENG W vs IND W 4th T20I Dream11 Prediction: ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা চতুর্থ টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা টি২০ সিরিজ
Nat Sciver-Brunt will miss the rest of the Vitality IT20 series against India due to the injury to her left groin she sustained in Bristol.
Tammy Beaumont will continue to captain in her absence, with Maia Bouchier replacing Sciver-Brunt in the squad. Sciver-Brunt is expected… pic.twitter.com/It4XBfPpMA
— England Cricket (@englandcricket) July 5, 2025
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা চতুর্থ টি২০ ম্যাচের হেড টু হেডঃ
টি২০ সিরিজ এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা। এই ৩৩টি ম্যাচের মধ্যে ইংল্যান্ড মহিলা জিতেছে ২৩ বার এবং ভারত মহিলা ১০ বার জিতেছে।
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা চতুর্থ টি২০ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
যদি বৃষ্টি না হয়, তাহলে প্রথমে বোলিং করা দলের কিছুটা সুবিধা থাকতে পারে। এই রেকর্ডে ইঙ্গিত করা হয়েছে যে টসে জয়ী দল প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেবে।
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা চতুর্থ টি২০ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস:১৭০-১৮০ রান
দ্বিতীয় ইনিংস:১৮০-১৯০ রান
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা চতুর্থ টি২০ ম্যাচে আমাদের Winning Prediction
ইংল্যান্ড এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে এবং ম্যাচটি জেতার তাদের সম্ভাবনা বেশী। তার কারণ ইংল্যান্ডের ব্যাটিং অনেক বেশী বিস্ফোরক তাই তারা রান ভালো চেস করতে পারবে। এই ম্যাচে কোন দল টসে জিতে বোলিং নিচ্ছে সেটার ওপর জয় নির্ভর করবে।
Google বলছে, আজ ইংল্যান্ডের জেতার সম্ভাবনা-৫৭% এবং ভারতের সম্ভাবনা-৪৩%