England T-20 Team (Photo Credit: England Cricket/ X)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে টানা ২টি ম্যাচ হারের পর অবশেষে জয় তুলে নিল ইংল্যান্ড। এই জয়ের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে এখনও তাঁদের আশা জীবিত রেখেছে বাটলাররা। টসে জিতে বাটলার ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। শুরুতেই ৮ রানেই ব্র্যান্ডন কিংকে ফেরান মইন আলি এবং ০ রানে কাইল মেয়ারসকে রিস টপলি ফেরান। ওয়েস্ট ইন্ডিজের বিপদের মুহূর্তে ব্যাট করতে আসেন নিকোলাস পুরন এবং ৪৫ বলে ৬টি চার এবং ছক্কা মেরে ৮২ রান করেন। এছাড়া অধিনায়ক রোভম্যান পাওয়েলের ৩৯ রান সাহায্য করে স্কোর ২০০ পার করতে। অবশেষে ইংল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ২২২ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে অসাধারণ ফর্মে দেখা যায় ইংল্যান্ডকে। ওপেনার ফিল সল্ট ৫৬ বলে ৪টি চার এবং ৯টি ছক্কা মেরে ১০৯ রান করেন, তাঁর সঙ্গ দেন অধিনায়ক জস বাটলার যিনি ৩৪ বলে ৫১ রান করেন। এরপর মাত্র ৭ বলে ব্রুকের ৩১ রানে ১ বল থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। ZIM vs IRE 2nd ODI Result: আইরিশ বোলিংয়ে সেরা জশ লিটল, জিম্বাবয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল আয়ারল্যান্ড

দেখুন স্কোরকার্ড

দেখুন হ্যারি ব্রুকের ব্যাটিং