England National Cricket Team vs Sri Lanka National Cricket Team, 2nd Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল আজ (৩০ আগস্ট) থেকে লর্ডসে দ্বিতীয় ম্যাচে চতুর্থ দিনে মুখোমুখি হবে। লর্ডস টেস্টে প্রায় নিখুঁত তৃতীয় দিন খেলে ৪৮৩ রানের কঠিন টার্গেট দিয়ে শ্রীলঙ্কাকে দুই উইকেট নিয়ে ইংল্যান্ড তাদের অবস্থান আরও মজবুত করেছে। জো রুট তার ৩৪তম টেস্ট সেঞ্চুরি করে অ্যালিস্টার কুককে টপকে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরি করেন। তার দ্রুততম টেস্ট সেঞ্চুরি (১১১ বল) নিয়ে রুট টেস্ট ক্রিকেটে সর্বকালের সেঞ্চুরিয়ানদের তালিকায় যৌথভাবে ষষ্ঠ স্থানে উঠে এসে এখন সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, ইউনিস খান এবং মাহেলা জয়াবর্ধনের সমকক্ষ হয়েছেন। ৯২ রানে ছয় উইকেটে যখন ইংল্যান্ড বিপাকে তখন রুট ইংল্যান্ডকে ৫৫ ওভারে ২৫১ রানে অলআউট হয়। Cook on Root Breaking His Record: 'ইংল্যান্ডের সেরা' রেকর্ড ভাঙতেই জো রুটের প্রশংসায় পঞ্চমুখ অ্যালিস্টার কুক
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের হাইলাইটস
A record-breaking 34th Test ton! 🤯
Root shines as England take charge 👏
Full D3 #ENGvSL highlights 👇 pic.twitter.com/GIpTvoFfKr
— England Cricket (@englandcricket) September 1, 2024
শ্রীলঙ্কার একাদশঃ দিমুথ করুণারত্নে, নিশান মাদুষ্কা, পাথুম নিসাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (উইকেটরক্ষক), প্রবাথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, মিলান প্রিয়নাথ রথনায়কে।
ইংল্যান্ড একাদশঃ বেন ডাকেট, ড্যানিয়েল লরেন্স, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, অলি স্টোন, শোয়েব বশির।
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের ম্যাচ?
১ সেপ্টেম্বর আগস্ট লন্ডনের লর্ডসে (Lord's, London) দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনের ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে (Sony-LIV App)।