England National Cricket Team vs South Africa National Cricket Team, Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ENG বনাম SA। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে (Trent Bridge, Nottingham) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ রানের জয় দিয়ে সিরিজ শুরু করে। এরপর ইংল্যান্ড পরবর্তী ম্যাচে ৩০৪ রানের করে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান করে ইতিহাস গড়ে। এটি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টি২০আই স্কোরও। ফিল সল্ট (Phil Salt) ইংল্যান্ডের ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়ে ঝলমলে ১৪১ রান করেন। সেদিন ইংল্যান্ডের স্কোরের ৭৫% এসেছে বাউন্ডারি থেকে। এরপর দক্ষিণ আফ্রিকাকে তারা ১৫৮ রানে অলআউট করে ১৪৬ রানে ম্যাচ জিতে নেয়। ENG vs SA 3rd T20I Dream11 Prediction: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ
The series decider! 🙌
It all comes down to this! 💪
Trent Bridge, Nottingham 🏟 pic.twitter.com/DeTSFdQJSd
— England Cricket (@englandcricket) September 14, 2025
ইংল্যান্ডের স্কোয়াডঃ ফিল সল্ট, জস বাটলার (উইকেটরক্ষক) জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, টম ব্যান্টন, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ, লুক উড, সাকিব মাহমুদ, ব্রাইডন কার্স, জেমি স্মিথ, রেহান আহমেদ।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, ডোনোভান ফেরেইরা, মার্কো জ্যানসেন, করবিন বশ, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাডা, সেনুরান মুথুস্বামী।
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ?
১৪ সেপ্টেম্বর নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে (Trent Bridge, Nottingham) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ সন্ধ্যা ৭টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং সোনি-লিভ অ্যাপে (SonyLIV)।