আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ। বার্মিংহামের এজবাস্টনে সিরিজের আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যানচেস্টারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯৫ রানে জয় পাওয়া ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড নিজেকে নগণ্য প্রমাণ করে দেয়। সেখানে জনি বেয়ারস্টোর ৬০ বলে ৮৬ রান, হ্যারি ব্রুকের ৩৬ বলে ৬৭ রান এবং গাস অ্যাটকিনসনের ২০ রানে ৪ উইকেট ইংল্যান্ডের প্রভাবশালী জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৮ রান তোলে। এরপর গস অ্যাটকিনসন অভিষেক ম্যাচেই নিজের প্রথম ওভারে কিউই ওপেনার ডেভন কনওয়েকে আউট করেন। ২০ রানে ৪ উইকেট ছিল টি-টোয়েন্টি অভিষেকে ইংল্যান্ডের পুরুষ বোলারদের সেরা পরিসংখ্যান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারায় ইংল্যান্ড। চার ওভার বোলিং করে ব্রাইডন কার্সে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ব্রাইডন কার্সের। এছাড়া এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন লুক উডও। ৩ উইকেটে ১৪৩ রান করে ইংল্যান্ড যেখানে দাওিদ মালান ৫৪ এবং হ্যারি ব্রুক ৪৪ রান করেন। SA vs AUS 3rd T20I Live Streaming: দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০, সরাসরি দেখবেন যেখানে
Next up: Edgbaston!
The 3rd T20I against @englandcricket is today (tomorrow morning NZT) in Birmingham. Follow play LIVE in NZ on @TVNZ 2 or TVNZ+ 📺 and @SENZ_Radio 📻 LIVE scoring at https://t.co/3YsfR1Y3Sm 📲#ENGvNZ #CricketNation pic.twitter.com/Mu3hKB8HDH
— BLACKCAPS (@BLACKCAPS) September 3, 2023
ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম করান, ক্রিস জর্ডন, গস অ্যাটকিনসন, আদিল রশিদ, ব্রাইডন কার্সে, হ্যারি ব্রুক, লুক উড, বেন ডাকেট, উইল জ্যাকস ও রেহান আহমেদ।
নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), টিম সেইফার্ট, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক), ম্যাট হেনরি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, কোল ম্যাককঞ্চি।
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ?
৩ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham) তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ?
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ
সরাসরি টিভিতে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ ভারত দেখবেন সোনি স্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি লিভ (Sony Liv) অ্যাপে।