England Cricket (Photo Credit: ECB/ X)

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ৪০তম ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। আজ বুধবার, ৮ নভেম্বর পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার দৌড়ে এখনো আছে নেদারল্যান্ডস। সাত ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা। এখনও অবধি ওয়ানডেতে ৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এই ৬টি ম্যাচের মধ্যে ইংল্যান্ডই জিতেছে ৬টিতে। এই ম্যাচে ব্যাটারদের ওপরের দিক থেকে যথেষ্ট সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পাঁচ ম্যাচে গড় প্রথম ইনিংসের স্কোর ৩০৪ রান। যে দল টস জিতবে, তারা হয়তো এখানে বল করতে চাইবে। ENG vs NED, ICC ODI World Cup Live Streaming: বিশ্বকাপ নয়, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করবে ইংল্যান্ড না নেদারল্যান্ড; সরাসরি দেখবেন যেখানে

টসঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, উড আর লিভিংস্টোন বাদ দলে, ব্রুক আর অ্যাটকিনসন। নেদারল্যান্ড দলে জুলফিকারের জায়গায় এসেছেন তেজা নিদামানুরু।

ইংল্যান্ডের দলঃ জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন।

নেদারল্যান্ডের দলঃ ওয়েসলি ব্যারেসি, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/ অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বিক, রয়েলফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।