ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ৪০তম ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। আজ বুধবার, ৮ নভেম্বর পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার দৌড়ে এখনো আছে নেদারল্যান্ডস। সাত ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা। ইংল্যান্ড শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় এবং মাত্র ৩৮ রানে প্রথম দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। স্মিথ ও জশ ইঙ্গলিসকে দ্রুত আউট করেন ইংল্যান্ডের আদিল রশিদ। অস্ট্রেলিয়া ২৮৬ রান তুলতে সক্ষম হয়। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস ৪টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু ডেভিড মালান ও বেন স্টোকসের ৮৪ রানের পার্টনারশিপে তারা ফিরে আসে। তবে, ইংল্যান্ড ধারাবাহিকভাবে উইকেট হারায়। বেন স্টোকস সর্বোচ্চ ৬৪ রান করেন এবং শেষ পর্যন্ত ৩৩ রানে হারতে হয় তাদের। ICC CWC 2023 Points Table: বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা অস্ট্রেলিয়ার, শেষ স্থানের লড়াইয়ে কারা; জানুন সম্পূর্ণ তালিকা
অন্যদিকে, নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় এবং টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারেই প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও'ডউড ও কলিন অ্যাকারম্যান ৭০ রান যোগ করলেও পরের তিন উইকেট দ্রুত হারায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ১৭৯ রান যোগ হয়। জবাবে আফগানিস্তান পাওয়ার প্লেতে ৫৫ রান সংগ্রহ করলেও শুরুতেই উইকেট হারায়। রহমত শাহের ৫২ ও হাসমতউল্লাহ শহিদির ৫৬ রানের সুবাদে ৩১.৩ ওভারে সাত উইকেটে জয় তুলে নেয় আফগানিস্তান। এখনও অবধি ওয়ানডেতে ৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এই ৬টি ম্যাচের মধ্যে ইংল্যান্ডই জিতেছে ৬টিতে।
Semi-final dreams are on the line for Netherlands, while England look to secure a Champions Trophy spot 🏏#CWC23 | #ENGvNED pic.twitter.com/NE8vc8xSsK— ICC (@ICC) November 8, 2023
ইংল্যান্ডের দলঃ জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস/হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), মইন আলি, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড/গাস অ্যাটকিনসন।
নেদারল্যান্ডের দলঃ ওয়েসলি ব্যারেসি, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/ অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বিক, রয়েলফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?
৮ নভেম্বর পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Maharashtra Cricket Association Stadium, Pune) ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টোয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ
সরাসরি টিভিতে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ
সরাসরি অনলাইনে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।