Anshul Kamboj (Photo Credit: BCCI Domestic/ X)

England National Cricket Team vs India National Cricket Team: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর চতুর্থ টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৩ জুলাই মুখোমুখি হবে ENG বনাম IND। ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে (Emirates Old Trafford, Manchester) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ওল্ড ট্র্যাফোর্ডের পিচ ফাস্ট বোলারদের সাহায্য করে। তার ওপর প্রথম দিনে আবহাওয়া মেঘলা। তাই আবহাওয়ার কথা মাথায় রেখে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। অন্যদিকে, ভারতের দলে অভিষেক করেছেন অংশুল কম্বোজ (Anshul Kamboj)। এছাড়া সাই সুদর্শন (Sai Sudharsan) করুন নায়ারের (Karun Nair) বদলে দলে এসেছেন, খারাপ ফর্মে বাদ পড়েছেন করুন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) চোট পাওয়ায় দলে এসেছেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)।IND vs ENG 4th Test, Manchester Weather Report: বৃষ্টিতে কি দেরীতে শুরু হবে ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্টের প্রথম দিনে খেলা? কি বলছে ম্যানচেস্টারের আবহাওয়া রিপোর্ট

ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্ট ম্যাচ টস আপডেট

ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।

ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, অংশুল কাম্বোজ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।