England National Cricket Team vs India National Cricket Team, 4th Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর চতুর্থ টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৪ জুলাই দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ENG বনাম IND। ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে (Emirates Old Trafford, Manchester) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) প্রথম সেশনে বিনা উইকেট খুইয়ে ৭৮ রান যোগ করেন। এরপর কেএল ৪৬ রানে, যশস্বী ৫৬ রানে, ভারতের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) মাত্র ১২ রানে আউট হন। এরপর সাই সুদর্শন (Sai Sudharsan) ৬১ রানে আউট হন এবং পন্থ চোটে মাঠ ছাড়েন। ক্রিজে জাদেজা এবং শার্দুল ১৯ রানে ব্যাটিং করছেন। Rishabh Pant Injury Update: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঝ পথে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ; পায়ের চোটে কি বলছে বিসিসিআই
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্ট ম্যাচ ২০২৫
Stumps on the opening day of the 4th Test in Manchester!
115 runs in the final session as #TeamIndia reach 264/4 at the end of Day 1.
Join us tomorrow for Day 2 Action 🏟️
Scorecard ▶️ https://t.co/L1EVgGu4SI#ENGvIND pic.twitter.com/1KcCixeW7Q
— BCCI (@BCCI) July 23, 2025
ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অংশুল কম্বোজ।
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
২৪ জুলাই ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে (Emirates Old Trafford, Manchester) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।