Mohammad Siraj (Photo Credit: BCCI/ X)

England National Cricket Team vs India National Cricket Team, 3rd Test Live Scorecard: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর তৃতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৩ জুলাই চতুর্থ দিনে মুখোমুখি হবে ENG বনাম IND। লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। গতকাল যখন তৃতীয় দিনের খেলা শেষ হয় তখন দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড এক ওভারে কোনো উইকেট না হারিয়ে দুই রান করে ফেলে। আজ অর্থাৎ ১৩ জুলাই চতুর্থ দিনের খেলা চলছে। আজ প্রথম সেশনের শুরুতেই বেন ডাকেটকে (Ben Duckett) ১২ রানে আউট করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এরপর সিরাজ অলি পোপকে (Ollie Pope) ৪ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। জ্যাক ক্রলি (Zak Crawley) ক্রিজে সেট হয়ে ৪৯ বলে ২২ রান করলেও নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) বলে আউট হয়ে যান। ইংল্যান্ডের দলের চতুর্থ বড় ধাক্কা হলেন হ্যারি ব্রুক (Harry Brook) ২৩ রান করে আকাশ দীপের (Akash Deep) খেলার শিকার হন। ইংল্যান্ডের দলের স্কোর ৮৭/৪। ENG vs IND 3rd Test, Day 4 Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট, চতুর্থ দিনের ম্যাচ ভারতে সরাসরি দেখবেন যেখানে

ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট, চতুর্থ দিনের স্কোরকার্ড

লর্ডসে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস জেতার পর প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা ইংল্যান্ডের পুরো দল ১১২.৩ ওভারে ৩৮৭ রান করে অলআউট হয়ে যায়। যেখানে জো রুট ইংল্যান্ডের হয়ে ১৯২ বলে সেঞ্চুরি করেন। তবে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) ৫ উইকেটের সুবাদে তাদের বড় রান করার স্বপ্ন ভেঙে যায়। এরপর ভারতীয় দলের প্রথম ইনিংস ১১৯.২ ওভারে ৩৮৭ রান করে অলআউট হয়ে যায়। ভারতের জন্য সবচেয়ে ভালো করেন কেএল রাহুল ( KL Rahul)। তার সেঞ্চুরির সঙ্গে ঋষভ পন্থ (Rishabh Pant) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)-র ৭০+ রানও অনবদ্য।