England National Cricket Team vs India National Cricket Team, 2nd Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ৫ জুলাই চতুর্থ দিনের ম্যাচে মুখোমুখি হবে ENG বনাম IND। বার্মিংহাম এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারত গতকাল দ্বিতীয় ইনিংসে ৬৪/১ স্কোরে খেলা শেষ করে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪৪ রানের লিড নিয়েছে ভারত। আজ কেএল রাহুল (KL Rahul) ২৮ রানে এবং করুণ নায়ার (Karun Nair) ৭ রানে খেলতে নামবেন। এর আগে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ২৮ রানে আউট হন। ইংল্যান্ডের হয়ে জেমি স্মিথের (Jamie Smith) ১৮৪* এবং হ্যারি ব্রুকের (Harry Brook) ১৫৮ রান ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৪০৭-এ নিয়ে যায়। ভারতের হয়ে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ছয় উইকেট তুলে নেন। Who is Yasmin Badiani? এজবাস্টন টেস্টে হাঁ করে জসপ্রীত বুমরাহকে দেখতেই ভাইরাল, কে এই ইয়াসমিন বাদিয়ানি?
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ ২০২৫
🏏 Smith 184*
🏏 Brook 158
Watch the best of an epic partnership in our full Day 3 highlights 📺👇 pic.twitter.com/7f4pUefI2X
— England Cricket (@englandcricket) July 5, 2025
ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্সে, জশ টাং, শোয়েব বশির।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?
৫ জুলাই বার্মিংহাম এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।