England National Cricket Team vs India National Cricket Team, 2nd Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ৪ জুলাই তৃতীয় দিনের ম্যাচে মুখোমুখি হবে ENG বনাম IND। বার্মিংহাম এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হয়েছে এই ম্যাচ। শুভমন গিল (Shubman Gill) তার রেকর্ড-ব্রেকিং ডাবল সেঞ্চুরি দিয়ে দ্বিতীয় টেস্টে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। গিলের প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে ২৬৯ রান ভারতকে ৫৮৭ রানে নিয়ে যায়। পরে ভারতীয় পেস আক্রমণ ইংল্যান্ডের টপ অর্ডারকে ভেঙে দেয়। তারা ইংল্যান্ডকে দ্বিতীয় দিনের শেষে ৭৭/৩-এ নামিয়ে আনে। ২৫ রানে তিনটি উইকেট হারানোর পর ইংল্যান্ডের ড্রেসিং রুমের আত্মবিশ্বাস বাড়া জো রুট (Joe Root) যিনি ৩৭ বলে ১৮ রান এবং হ্যারি ব্রুক (Harry Brook) ৫৩ বলে ৩০ রান করেছেন। Ravindra Jadeja: বড় নিয়ম ভেঙেও শাস্তির হাত থেকে বাঁচলেন রবীন্দ্র জাদেজা
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ ২০২৫
Stumps on Day 2 in Edgbaston!
End of a tremendous day with the bat and ball for #TeamIndia 🙌
England 77/3 in the first innings, trail by 510 runs
Scorecard ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND pic.twitter.com/GBKmE34pgM
— BCCI (@BCCI) July 3, 2025
ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্সে, জশ টাং, শোয়েব বশির।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?
৪ জুলাই বার্মিংহাম এজবাস্টনে (Edgbaston, Birmingham) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।