England National Cricket Team vs India National Cricket Team, 2nd Test Live Scorecard: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ৩ জুলাই বার্মিংহাম এজবাস্টনে (Edgbaston, Birmingham) তৃতীয় দিনের ম্যাচে মুখোমুখি হয়েছে ENG বনাম IND। আজ সেশনের শুরুটা ভারতের হলেও শেষটা কিন্তু ইংল্যান্ডের। গতকাল ৭৭/৩ স্কোরের পর আজ ব্যাট করতে নেমে শুরতেই জো রুটের (Joe Root) উইকেট তুলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ঠিক এরপরের বলেই অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes) আউট করেন সিরাজ। তখন ইংল্যান্ডের স্কোর ৮৪/৫। কিন্তু এরপর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তরুণ তারকা হ্যারি ব্রুক (Harry Brook) আরেক তরুণ জেমি স্মিথের (Jamie Smith) সঙ্গে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েছেন। Mohammad Siraj Wicket Video: পর পর দুই বলে আউট জো রুট, বেন স্টোকস! দেখুন মহম্মদ সিরাজের আগুন বোলিং
ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন স্কোরকার্ড
It's Lunch on Day 3 at Edgbaston!
2⃣ wickets for #TeamIndia in the first session! 👍
We will be back for the second session shortly! ⌛️
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND pic.twitter.com/MYkuQxAGPP
— BCCI (@BCCI) July 4, 2025
জেমি স্মিথ ব্যাজবল স্টাইলে ব্যাটিং করে নিজের সেঞ্চুরি করেন। তিনি ৮২ বলে ১৪টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ১০২ রান করেছেন। তার সঙ্গে হ্যারি সাবধানের সঙ্গে ব্যাটিং করে ৯১ রানে অপরাজিত রয়েছেন। তিনি ১২৭ বলে ১১টি চার এবং ১টি ছক্কার সাহায্যে দলের স্কোরকে ২৪৯/৫ রানে নিয়ে গেছেন। যদিও তাদের সামনে এখনও ৩৩৮ রানের বিশাল লিড। সিরাজ আজকের দুই উইকেট সহ মোট ৩ উইকেট নিয়েছেন। বাকি ২ উইকেট পেয়েছেন আকাশ দীপ (Akash Deep)। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাদের সেই সুযোগকে কাজে লাগিয়ে ৩৮৭ বলে ২৬৯ করেন শুভমন গিল (Shubman Gill)। ভারতের অধিনায়কের ৩০টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে করা অসামান্য ইনিংস ভারতের প্রথম ইনিংসের স্কোর-৫৮৭।