Shubman Gill and Team in New Training Kit (Photo Credit: ICC/ X)

England National Cricket Team vs India National Cricket Team, 1st Test: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২০ জুন মুখোমুখি হবে ENG বনাম IND। লিডসের হেডিংলেতে (Headingley, Leeds) আয়োজিত হয়েছে এই ম্যাচ। এবার ইংল্যান্ডের মাঠগুলোও বেশ শুষ্ক। হেডিংলির পিচ সাধারণত গ্রিন টপ, তবে সেই ঘাস দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত বেঁচে থাকবে। শুরুতে আর্দ্রতা এবং সবুজ ঘাস বোলারদের সাহায্য করবে। পরে শুকিয়ে গেলে পিচ হয়ে যাবে পুরো ফ্ল্যাট। ফলে ৩ ও ৪ নম্বর দিনে ব্যাটিং করা বেশ সহজ হয়ে যাবে। এইসব কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস (Ben Stokes) । ইংল্যান্ড আগেই তাদের একাদশ ঘোষণা করে। ভারতের দলে আজ অভিষেক করেছেন সাই সুদর্শন (Sai Sudharsan)। ENG vs IND 1st Test Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট, ভারতে কোথায় অনলাইনে দেখবেন?

ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট টস আপডেট

ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং, শোয়েব বশির।

ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

টেস্ট অভিষেক করলেন সাই সুদর্শন