লন্ডনের ওভালে সিরিজের পঞ্চম অ্যাসেজ টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের বিপক্ষে ২৫ ওভারে ১ উইকেটে ৬১ রান তুলেছে অস্ট্রেলিয়া। ২৬ রানে উসমান খোয়াজা ও ২ রানে মার্নাস লাবুশানে অপরাজিত থাকেন। এদিন, শেষ সেশনে ক্রিস ওকসের আঘাতে ডেভিড ওয়ার্নার ২৪ রানে বিদায় নেন। এর আগে প্রথম ইনিংসে ৫৪.৪ ওভারে ২৮৩ রান তোলে ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৯১ বলে ৮৫ রান করেন। এছাড়া ক্রিস ওকস ৩৬ ও বেন ডাকেট ৪১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নেন মিচেল স্টার্ক। এদিকে, ২টি করে উইকেট নেন টড মারফি ও জশ হ্যাজেলউড। ICC Men's T20 World Cup 2024: পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড
ইংল্যান্ড দলঃ বেন ডাকেট, জ্যাক ক্রলি, মইন আলি, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
অস্ট্রেলিয়া দলঃ ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন/টড মারফি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজেলউড।
The #Ashes2023 battle continues on Day 2️⃣ ⚔️
Can 🇦🇺 take a sizeable first innings lead and move a step closer to a series victory? 🤔#SonySportsNetwork #ENGvAUS #RivalsForever #TheAshes #Ashes2023 pic.twitter.com/u6uYlroZBN— Sony Sports Network (@SonySportsNetwk) July 28, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন?
২৮ জুলাই লন্ডনের কেনিংটন ওভাল (Kennington Oval, London) পঞ্চম অ্যাসেজ টেস্টের দ্বিতীয় দিন মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন?
২০২৩ অ্যাসেজের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন?
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন?
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে।