ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫৯২ রানের জবাবে শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ অ্যাসেজ টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১১৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। ১৮ রানে উসমান খোয়াজা, ১৭ রানে স্টিভ স্মিথ ও ১ রানে ট্রাভিস হেডকে আউট করেন মার্ক উড। মার্নাস লাবুশানে ৪৪ ও মিচেল মার্শ ১ রানে অপরাজিত রয়েছেন। এর আগে শুক্রবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩১৭ রানের জবাবে তৃতীয় দিনে লাঞ্চের পরের সেশনে ৫৯২ রান তোলে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ৮১ বলে ৯৯ রানের অপরাজিত ইনিংস খেলে ২৭৫ রানের লিড তুলতে ইংল্যান্ডকে সাহায্য করেন। জ্যাক ক্রলি দ্বিতীয় দিনে ১৮২ বলে ১৮৯ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড ২টি করে উইকেট নেন। ACC Emerging Asia Cup Final: ফাইনালে ভারত-পাকিস্তান! শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী
ইংল্যান্ডের দল- বেন ডাকেট, জ্যাক ক্রলি, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
অস্ট্রেলিয়ার দল- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড।
It's getting more interesting day after day 🔥😍
Tune in to day 4️⃣ of the fourth Test only on the #SonySportsNetwork 📺#ENGvAUS #RivalsForever pic.twitter.com/YiHFeSrpyh— Sony Sports Network (@SonySportsNetwk) July 22, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, চতুর্থ টেস্টের চতুর্থ দিন?
২২ জুলাই ম্যাঞ্চেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড (Emirates Old Trafford, Manchester) চতুর্থ অ্যাসেজ টেস্টের চতুর্থ দিন মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?
২০২৩ অ্যাসেজের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, চতুর্থ টেস্টের চতুর্থ দিন ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, চতুর্থ টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, চতুর্থ টেস্ট ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, চতুর্থ টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে।