IND 'A' vs PAK 'A' (Photo Credit: BCCI/ Twitter)

শ্রীলঙ্কায় ফাইনালের দিকে এগিয়ে এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের পঞ্চম আসর। চার বছর পর ফিরেছে এই টুর্নামেন্ট। বাংলাদেশে অনুষ্ঠিত আগের আসরের ফাইনালে আয়োজক দলকে হারিয়ে বিজয়ী হয়েছিল পাকিস্তান। ২০১৭ ও ২০১৮ সালে পরপর শিরোপা জেতা শ্রীলঙ্কা সবচেয়ে সফল দল। ভারত ২০১৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ জিতেছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের 'এ' দলের সঙ্গে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের তিনটি দল সংযুক্ত আরব আমিরাত এ, ওমান 'এ' এবং নেপালের জাতীয় দল এই টুর্নামেন্টে অংশ নেয়। IND vs WI 2nd Test Day 2 Highlights: কোহলির শতরানের পর ভারতের বিপক্ষে রুখে দাঁড়ানোর চেষ্টা ওয়েস্ট ইন্ডিজের

রাউন্ড রবিন লড়াইয়ের জন্য দলগুলিকে দুটি গ্রুপে বিভক্ত করা হয় এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ৫০ ওভারের টুর্নামেন্টের সেমিফাইনালে খেলে। সেখানে পাকিস্তানের মুখোমখি হয় শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান শাহিনস। দুর্দান্ত ব্যাটিংয়ে অধিনায়ক মহম্মদ হারিস ৫২ রান এবং ওমাইর ইউসুফ ৮৮ রান করে বিশাল ৩২২ রানের টার্গেট দেয়। শ্রীলঙ্কা রান তাড়া করতে নেমে আভিস্কা ফার্নান্দো এবং সাহান আরাচিগে ৯৭ রান করে আউট হয়ে যান। আরশাদ ইকবালের ৫ উইকেটের সুবাদে পাকিস্তান 'এ' ৬০ রানে জয় লাভ করে।

এরপর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলকে ৫১ রানে হারিয়ে এসিসি পুরুষ ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত 'এ' দল। ভারতের হয়ে প্রথম পাঁচ উইকেট নেন নিশান্ত সিন্ধু, তিন উইকেট নেন মানব সুথার। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিংয়ে কাবু হয়ে ৪৯ ওভারে মাত্র ২১১ রানে অলআউট হয়ে যায় ভারত। অধিনায়ক যশ ধূলের ৬৬ রানের ইনিংস ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৭০ রানে প্রথম উইকেট হারায়। এরপর ভারতীয় যুব দলের আগুন বোলিংয়ে মাত্র ৬৬ রানে ৯ উইকেট হারিয়ে ১৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।