ENG vs AUS, Ashes 2023 (Photo Credit: ICC/ Twitter)

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চলমান চতুর্থ অ্যাসেজ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩১৭ রানের জবাবে ৪ উইকেটে ৩৮৪ রান তুলেছে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১৮২ বলে ১৮৯ রান করে দলকে ৬৭ রানের লিড এনে দেন। এদিকে জো রুট ৯৫ বলে ৮৪ রান করেন। তৃতীয় দিন ব্যাট করতে নামবেন বেন স্টোকস ও হ্যারি ব্রুক। অজিদের হয়ে মিচেল স্টার্ক ২টি উইকেট নেন। এর আগে ক্রিস ওকসের পাঁচ উইকেটের সৌজন্যে প্রথম সেশনে ৩১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ওকস ৩২ রানে ডেভিড ওয়ার্নার, ৫১ রানে মিচেল মার্শ, ১৬ রানে ক্যামেরন গ্রিন এবং ২০ রানে অ্যালেক্স ক্যারিকে প্রথম দিনেই আউট করেন। ২৯৯/৮ স্কোর নিয়ে অস্ট্রেলিয়া পুনরায় শুরু করলে ওকস জশ হ্যাজেলউডকে আউট করেন। ৩৬ রানে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। Crawely-Root Record Breaking Partnership, Ashes 2023: টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান-রেটে দ্বিশত রানের জুটি জ্যাক ক্রলি ও জো রুটের

ইংল্যান্ডের দল- বেন ডাকেট, জ্যাক ক্রলি, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

অস্ট্রেলিয়ার দল- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড।

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, চতুর্থ টেস্টের তৃতীয় দিন? 

২১ জুলাই ম্যাঞ্চেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড (Emirates Old Trafford, Manchester) চতুর্থ অ্যাসেজ টেস্টের তৃতীয় দিন মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, চতুর্থ টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?

২০২৩ অ্যাসেজের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, চতুর্থ টেস্টের তৃতীয় দিন ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, চতুর্থ টেস্ট ম্যাচ?

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, চতুর্থ টেস্ট ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, চতুর্থ টেস্ট ম্যাচ?

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে।