আজ হেডিংলিতে অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন। ট্রাভিস হেড ও মিচেল মার্শের জুটির চেস্তার সুবাদে শুক্রবার হেডিংলিতে তৃতীয় অ্যাসেজ টেস্টের দুই দিন পর অস্ট্রেলিয়ার লিড ১৪২ রানে উন্নীত হয়েছে। মঈন আলীকে দিনের শেষ সেশনে উইকেট উপহার দিয়ে ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিপক্ষে মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের রান করার সুযোগ নষ্ট করেন। এরপর হেড ১৮ ও মার্শ ১৭ রানে শেষ ১২.১ ওভারে ব্যাটিং সামলে অস্ট্রেলিয়াকে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১১৬ রানে নিয়ে যান। এর আগে দিনের শুরুতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে অধিনায়ক বেন স্টোকসের ৮০ রানের ইনিংসের পর আর মাত্র ২৬ রানের মধ্যেই মোট ২৩৭ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। BAN vs AFG 2nd ODI Live Streaming in Bangladesh: বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় একদিবসীয় ম্যাচ, জেনে নিন কোথায়, কখন সরাসরি দেখবেন খেলা (বাংলাদেশ সময় অনুসারে)
A match that is turning into a cliffhanger 🍿🏏
England or Australia - which team will take a giant stride towards victory on Day 3️⃣? #SonySportsNetwork #ENGvAUS #RivalsForever #TheAshes #Ashes2023 pic.twitter.com/OKqaNpAyzd— Sony Sports Network (@SonySportsNetwk) July 8, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, তৃতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?
৮ জুলাই লিডসের হেডিংলিতে ( Headingley, Leeds) তৃতীয় টেস্টের তৃতীয় দিনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, তৃতীয় টেস্ট ম্যাচ?
২০২৩ অ্যাসেজের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, তৃতীয় টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, তৃতীয় টেস্ট ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, তৃতীয় টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে।