আজ ১ জুলাই ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন। টেস্ট ক্রিকেটের আজকের দিন হবে রোমাঞ্চে ভরা। আজ লর্ডস টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ২৭৫ রান এবং অজিদের প্রয়োজন ৬ উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবং অ্যাসেজের প্রথম টেস্ট জয়ের পর আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার দিকে ম্যাচ ঝুঁকে থাকলেও যেকোনো মুহূর্তে ইংল্যান্ডের ব্যাজবল খেলা ঘুরিয়ে দিতে পারে। চতুর্থ দিনে ইংল্যান্ডের শর্ট বলের কৌশলের কোনও জবাব না পেলেও সফরকারীরা ৩৭১ রানের কঠিন লক্ষ্য রাখে। এরপর স্টার্ক ও কামিন্স দু'টি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের আশাকে ধাক্কা দেন, কিন্তু ডাকেট ও অধিনায়ক স্টোকস ৬৯ রানের জুটি গড়ে দলকে স্থিতিশীল করে। যেদিন ১২ উইকেটের পতন হয়, সেই দিন তৃতীয় আম্পায়ারের সৌজন্যে ডাকেটকে আউটের দুর্দান্ত প্রচেষ্টা স্টার্ক বাতিল করে। Standing Ovation for Nathan Lyon, Ashes 2023: দেখুন, খুঁড়িয়ে ব্যাটিং করতে এলেন নাথান লায়ান, লর্ডসে পেলেন উচ্ছ্বসিত অভিবাদন
Good work and a controversial decision keeps England in the hunt 🙌
📺 Watch the best of the action from Day 4 at Lord's 👇#EnglandCricket | #Ashes pic.twitter.com/QQc1Ttlr2r
— England Cricket (@englandcricket) July 2, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, দ্বিতীয় টেস্ট ম্যাচ?
২ জুলাই লন্ডনের লর্ডসে (Lord's, London) দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, দ্বিতীয় টেস্ট ম্যাচ?
২০২৩ অ্যাসেজের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, দ্বিতীয় টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, দ্বিতীয় টেস্ট ম্যাচ?
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে।