ফের ইংল্যান্ডে ফিরেছে অ্যাসেজ সিরিজ। ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রিটিশ দ্বীপপুঞ্জে ফিরেছে অ্যাসেজ। ২০১৯ সালের শেষবার সিরিজটি ২-২ ব্যবধানে শেষ হয়। অ্যাসেজ নিজেদের আগ্রাসী ও আক্রমণাত্মক 'ব্যাজবল' ক্রিকেটকে কাজে লাগিয়ে প্রথম টেস্টের প্রথম দিনে ইংলিশরা ৮ উইকেটে ৩৯৩ রান তুলতে সক্ষম হয়। সেখানে ২০১৫ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জো রুটের দুর্দান্ত সেঞ্চুরির যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। শুধু তাই নয় প্রথম দিনেই ডিক্লেয়ার করে অজিদের ব্যাটিং করতে নামিয়ে দেয়। অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের অপ্রচলিত, আক্রমণাত্মক পদ্ধতির অনুকরণে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ের জন্য চার ওভার সময় দিয়েছে ইংল্যান্ড। দিনের শেষে ১৪ রানে কোনো উইকেট না খুইয়ে ফিরেছে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন।
Stumps at Edgbaston 🏏
Australia see off the tricky period without suffering any damage 👌#Ashes | #WTC25 | 📝: https://t.co/ZNnKIn9jeq pic.twitter.com/x1QD9lftc7
— ICC (@ICC) June 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, প্রথম টেস্ট ম্যাচ?
১৭ জুন ঢাকার বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham)প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, প্রথম টেস্ট ম্যাচ?
২০২৩ অ্যাসেজের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, প্রথম টেস্ট ম্যাচ
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, প্রথম টেস্ট ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, অ্যাসেজ ২০২৩, প্রথম টেস্ট ম্যাচ
বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে।