Durbar Rajshahi vs Khulna Tigers, BPL 2025: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে দরবার রাজশাহী। ম্যাচটি শুরু হবে ১৯ জানুয়ারি, শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হওয়ার প্রস্তুতি হিসেবে ভাগ্য ঘুরিয়ে দিতে চায় রাজশাহীর দল দরবার। বর্তমানে সাত ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা রাজশাহী ধারাবাহিকতার সঙ্গে লড়াই করছে। তাদের সাম্প্রতিক ফর্মে তাদের শেষ তিনটি ম্যাচে একটি পরাজয় পেয়েছে। অন্যদিকে, ছয় ম্যাচে দুই জয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকা খুলনা টাইগার্স ঘুরে দাঁড়াতে মরিয়া। প্রতিশ্রুতির ঝলক দেখালেও শেষ পাঁচ ম্যাচে টানা চার ম্যাচে হারের ধাক্কা খেয়েছে তারা। Durbar Rajshahi vs Khulna Tigers, BPL Dream XI Prediction: দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্সের লড়াইয়ে কে এগিয়ে, দেখে নিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের Dream 11
দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স
The battle is on as Rajshahi faces Khulna Tigers! A must-watch BPL match awaits!
Watch the match live for FREE on tapmad! Or Upgrade to premium for an ad-free experience!#BPL | #CatchEveryMatch | #DontStopStreaming | #tapmad pic.twitter.com/qh7gEvrCI2— tapmad (@tapmadtv) January 19, 2025
খুলনা টাইগার্স স্কোয়াডঃ মোহাম্মদ নাঈম, ডমিনিক সিবলি, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, দারভিশ রসুল, মাহফুজুর রহমান রাবি, মোহাম্মদ নওয়াজ, মাহিদুল ইসলাম আনকন (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, আবু হায়দার রনি, সালমান ইরশাদ, ইমরুল কায়েস, রুবেল হোসেন, লুইস গ্রেগরি, জিয়াউর রহমান, উইলিয়াম বোসিস্টো, নাসুম আহমেদ, ওশেন থমাস, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ হাসনাইন, মাহমুদুল হাসান জয়।
দরবার রাজশাহী স্কোয়াডঃ মোহাম্মদ হারিস, জিশান আলম, আনামুল হক (অধিনায়ক), রায়ান বার্ল, ইয়াসির আলী, আকবর আলী (উইকেটরক্ষক), মার্ক দয়াল, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, আফতাব আলম, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, সোহাগ গাজী, সাদ নাসিম, বিলাল খান, লাহিরু সমারাকুন, মীজানুর রহমান, মহোর শেখ, সাব্বির হোসেন, হাসান মুরাদ, এস এম মেহেরব।
দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্সের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
১৯ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশের সন্ধ্যা ৬ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
দরবার রাজশাহী বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।