India A vs India D, Second Round Duleep Trophy Day 1 Scorecard: দলীপ ট্রফিতে ভারত 'এ' এবং ভারত 'ডি'-এর মধ্যে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলা হচ্ছে। এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত 'ডি' এবং ভারত 'এ' দলের শুরুটা হয় খারাপ। ময়ঙ্ক আগরওয়াল ৭ রান করেন এবং এর পর তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকে। এরপর মিডল অর্ডারে ব্যাট করতে আসা রিয়ান পরাগ দলের ইনিংস সামলান। ৩৭ রান করে তিনিও আউট হলে শেষ দিকে অলরাউন্ডার শামস মুলানি ইনিংসের হাল ধরে হাফ সেঞ্চুরি করে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান। শামসের পাশাপাশি হাফ সেঞ্চুরি করেন তনুশ কোটিয়ানও। ভারত 'ডি'র হয়ে ২টি করে উইকেট নেন হর্ষিত রানা, বিদ্বত কাভেরাপ্পা ও অর্শদীপ সিং। এছাড়া শরাংশ জৈন ও সৌরভ কুমার ১টি করে উইকেট নেন। Ruturaj Gaikwad Retired Hurt: দলীপ ট্রফির ভারত 'বি' বনাম ভারত 'সি' ম্যাচে চোটে মাঠ ছাড়লেন রুতুরাজ গায়কোয়াড়
ভারত 'এ' বনাম ভারত 'ডি', দলীপ ট্রফি দ্বিতীয় রাউন্ড প্রথম দিন স্কোরকার্ড
Stumps Day 1: India A - 288/8 in 81.6 overs (S K K Ahmed 15 off 14, Shams Mulani 88 off 174) #IndAvIndD #DuleepTrophy
— BCCI Domestic (@BCCIdomestic) September 12, 2024
India B vs India C, Second Round Duleep Trophy Day 1 Scorecard: অপ্রত্যাশিতভাবে ইশান কিষাণ ভারত 'সি'-র হয়ে দলীপ ট্রফিতে এসে দুর্দান্ত পারফরম্যান্স করেন। বৃহস্পতিবার ভারত 'বি'-র বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কিষাণ দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের প্রতিভা জাহির করেছেন। প্রতিভাবান কিষাণ অসাধারণ দক্ষতা প্রদর্শন করে মাত্র ১২১ বলে ১৪টি চার এবং ২টি ছক্কা মেরে অনায়াসে সেঞ্চুরি করেন। বাবা ইন্দ্রজিতের সহায়তায় কিষাণ ১৫০ রানের অসাধারণ পার্টনারশিপ গড়েন যা তিনি ২০০ রানে দিকে যাওয়ার আগে ১৮৮ রানে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে যান। ৬৭ বলে আটটি চারের সাহায্যে ৪০ রান করা রজত পাটিদার আউট হলে তিনি ব্যাট করতে আসেন। অবশেষে বাবা ইন্দ্রজিতের ৭৮ রানের সুবাদে দিনের শেষে দলের স্কোর- ৩৫৭/৫।
ইশান কিষাণের শতকের মুহূর্ত
We got Ishan Kishan century clip!🔥
So proud of him and emotional today this is big for us King😭👑@ishankishan51 #IshanKishan #DuleepTrophy #DuleepTrophy2024 pic.twitter.com/1RacOucQ3V
— Ishan's💙🧘♀️ (@IshanWK32) September 12, 2024