Quetta Gladiators (Photo Credit: PSL/ X)

PSL 2025 Schedule: পাকিস্তান সুপার লিগের ২০২৫ সালের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে। লিগ পর্বে মোট ৩০টি ম্যাচ রয়েছে। এরপর কোয়ালিফায়ার, এলিমিনেটর ১ ও এলিমিনেটর ২ হবে যথাক্রমে ১৩, ১৪ ও ১৬ মে। এরপর ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে গ্র্যান্ড ফিনালে। রাওয়ালপিন্ডিতে ১১টি ও লাহোরে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। করাচি ও মুলতানে পাঁচটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পিএসএল ২০২৫ এর সমস্ত ম্যাচগুলি আইপিএল ২০২৫ (IPL 2025) এর সাথে ওভারল্যাপ হবে। কারণ এবারের আইপিএল ২২ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত চলবে। এর আগে আইপিএলের সঙ্গে ক্ল্যাশের কারণে বিদেশি ক্রিকেটার কেনায় সমস্যায় পড়ে পিএসএল। এই বছর জানুয়ারিতেই ড্রাফটে দলগুলোর স্কোয়াড ফাইনাল করেছে। PSL Draft 2025: কেন উইলিয়ামসন থেকে ডেভিড ওয়ার্নার! পাকিস্তান সুপার লিগে জায়গা করলেন যারা

পাকিস্তান সুপার লিগের সূচি ঘোষণা পিসিবির

উল্লেখ্য, করাচি কিংস ১২ এপ্রিল ঘরের মাঠে তাদের অভিযান শুরু করবে, গত মরসুমের রানার্সআপ মুলতান সুলতানসের মুখোমুখি হবে। মহম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস ২২ এপ্রিল মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ আয়োজন করবে, যেখানে তারা লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে। লাহোরের নবনির্মিত গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৪ এপ্রিল পেশোয়ার জালমির মুখোমুখি হবে আয়োজক দল লাহোর কালান্দার্স।

পিএসএল ২০২৫ সময়সূচী

১১ এপ্রিল- ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

১২ এপ্রিল- পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম; করাচি কিংস বনাম মুলতান সুলতানস, ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, করাচি

১৩ এপ্রিল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

১৪ এপ্রিল-ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

১৫ এপ্রিল-করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স, ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, করাচি

১৬ এপ্রিল-ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানস, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

১৮ এপ্রিল-করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, করাচি

১৯ এপ্রিল-পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানস, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

২০ এপ্রিল-করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড, ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, করাচি

২১ এপ্রিল-করাচি কিংস বনাম পেশোয়ার জালমি, ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, করাচি

২২ এপ্রিল-মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স, মুলতান ক্রিকেট স্টেডিয়াম

২৩ এপ্রিল-মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান ক্রিকেট স্টেডিয়াম

২৪ এপ্রিল-লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

২৫ এপ্রিল-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

২৬ এপ্রিল-লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

২৭ এপ্রিল-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম পেশোয়ার জালমি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

২৯ এপ্রিল-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম মুলতান সুলতানস, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

৩০ এপ্রিল-লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

১ মে-মুলতান সুলতানস বনাম করাচি কিংস, মুলতান ক্রিকেট স্টেডিয়াম; লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

২ মে-পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

৩ মে-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

৪ মে-লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

৫ মে-মুলতান সুলতান বনাম পেশোয়ার জালমি, মুলতান ক্রিকেট স্টেডিয়াম

৭ মে-ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

৮ মে-পেশোয়ার জালমি বনাম করাচি কিংস, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

৯ মে-পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

১০ মে-মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, মুলতান ক্রিকেট স্টেডিয়াম; ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

১৩ মে- কোয়ালিফায়ার, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

১৪ মে-এলিমিনেটর ১, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

১৬ মে-এলিমিনেটর 2, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

১৮ মে-ফাইনাল, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর