ইওন মর্গ্যান (File Photo)

কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন অধিনায়ক হলেন ইওন মর্গ্যান (Eoin Morgan)। দীনেশ কার্তিকের (Dinesh Kartik) বদলে তাঁকে অধিনায়কের আসনে বসানো হল। কলকাতা নাইট রাইডার্সের কর্তৃপক্ষের দাবি, 'নিজে থেকেই মর্গ্যানের হাতে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন কার্তিক।' যদিও তা নিয়ে প্রশ্ন উঠছেই বিভিন্ন মহলে। ৭ টি ম্যাচে ৪টে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কেকেআর।

ক্রমাগত ম্যাচ হারার কারণে একাধিক প্রশ্ন উঠছিল নাইট অধিনায়ক দীনেশ কার্তিককে নিয়ে। সিরিজের শুরু থেকেই নাইট অধিনায়কের নেতৃত্বে ম্যাচে যেন খরা চলছিল। মাঝে একটি ম্যাচে নাইট নেতা রান পেলেও তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন গৌতম গম্ভীরের মতো প্রাক্তন কেকেআর অধিনায়কও। আরও পড়ুন, আইপিএলে আজ কিংস কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান

অধিনায়ক বদল, এটি কিন্তু নতুন বিষয় নয়।এর আগেও এমনটা দেখা গেছে রাজস্থান রয়‍্যালসের ক্ষেত্রে। টুর্নামেন্টের মাঝ পথে তাঁকে সরিয়ে দিয়ে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ক্রিকেটার স্টিভ স্মিথের হাতে। আইপিএল কেরিয়ারের অধিকাংশ সময় কলকাতার সময় খেললেও ২০১৫,২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ২০১৭ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন মর্গ‍্যান। এবার ফের কলকাতা দলে প্রত‍্যাবর্তন করলেন তিনি।