Dhanashree Verma with Yuzvendra Chahal

ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা-র মধ্যে সম্পর্কটা নিয়ে সব সময় জল্পনার আলপনা আঁকা হয় সোশ্যাল মিডিয়ায়। বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা-র জুটির কাছাকাছি আসার ছবি যেমন সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে, তেমনই চাহাল আর ধনশ্রীর সম্পর্কের ছবি বেশী ভাইরাল যখন তাঁরা দূরে থাকেন। চাহালের বদলে তাঁর ডাক্তার-সোশ্যাল মিডিয়া তারকা স্ত্রী ধনশ্রী কখনও অন্য কোনও পুরুষের সঙ্গে পেশাগত কারণে নাচলে,রিল বানালে, বা ছবি দিলেই তা দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর সেই ভাইরাল হওয়ার পিছনে একটাই প্রমাণের চেষ্টা, ধনশ্রী শুধুই চাহালকে ছেড়ে পরপুরুষের প্রেমে মেতেছেন। একবার তো ধনশ্রীর সঙ্গে ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও জোর জল্পনা হয়েছে।

চাহালের সঙ্গে ধনশ্রীর বিচ্ছেদের খবরও বারবার দেখা যায়। কিন্তু প্রতিবারের মত এবার বিচ্ছেদের জল্পনার উইকেটটা ঘূর্ণি বলে তুলে নিলেন চাহাল। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে না থাকার হতাশা ঝেরে ফিরে আসার লড়াইয়ে নেটে পরিশ্রমের পাশাপাশি বাড়িতে স্ত্রী ধনশ্রী-র সঙ্গে হাল্কা মেজাজে সময় কাটাচ্ছেন ৩৩ বছরের চাহাল। এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে ধনশ্রী-র পাশে দাঁড়িয়ে চাহালের পোস্টের ক্যাপশন, লেডি লাক...জিম্বাবোয়ে সফরেও স্কোয়াডে জায়গা পাননি তিনি।

দেখুন ছবিতে

প্রসঙ্গত, লকডাউনে টিকটক ও সোশ্যাল মিডিয়ায় ধনশ্রী-র নাচ ও রিল দেখে ভাল লেগে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন চাহাল। সেই সম্পর্কটা প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম, ও পরে স্বামী-স্ত্রী-র সঙ্গে সম্পর্কে পরিণত হয়। ধনশ্রীর দাবি, তিনি প্রথমে জানতেন না চাহাল একজন ক্রিকেটার।

হরিয়ানার তারকা স্পিনার দেশের হয়ে ৭২টি টি টোয়েন্টি, ৮০টি ওয়ানডে খেলেছেন। ১০ মাস হয়ে গেল এখনও তিনি দেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। তাঁর সতীর্থ কুলদীপ যাদব টেক্কা দিয়েছেন। সঙ্গে রবি বিষ্ণু, ওয়াশিংটন সুন্দর-রা চাহালকে পিছনে ফেলে দিয়েছেন।