মুম্বই, ১৫ মার্চ: শুক্রবার থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে। বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের প্রাপ্যতা এখনও খতিয়ে দেখতে চায় সফরকারীরা। সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের জন্য তার প্রাপ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নেটে ব্যাটিং করার পর।
রিপোর্টে আরও বলা হয়েছে, শুক্রবার অস্ট্রেলিয়া একদিনের দলের আট সদস্য ভারতে এসে আহমেদাবাদে অনুশীলন করেছেন। অস্ট্রেলিয়া ছাড়ার আগে কনুইয়ে দু'টি চূড়ান্ত রিহ্যাবিলিটেশন সেশনের পর সোমবার মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেন ওয়ার্নার। রিপোর্টে অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে উদ্ধৃত করে বলা হয়েছে, 'ও ইনজুরি থেকে সেরে উঠেছে, তাই আমরা ১৭ তারিখে ডেভকে আবার অস্ট্রেলিয়ার রঙে দেখতে পাব।'
নয়াদিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের মাঝপথে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান ওয়ার্নার। কনুইতেও হেয়ারলাইন ফ্র্যাকচারের জন্য বাদ পড়েন তিনি। মুম্বইয়ে প্রথম একদিনের ম্যাচের পর ১৯ ও ২২ মার্চ বিশাখাপত্তনমে সিরিজের পরের দুটি ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
২০২২ সাল থেকে ওয়ার্নারের টেস্ট ফর্ম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৪ ম্যাচে ৬০৭ রান করেছেন তিনি। এর মধ্যে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরিও রয়েছে তার। আগামী ৭-১১ জুন লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ওয়ার্নার এই মর্যাদাপূর্ণ ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে। এরপর মাস শেষে অ্যাশেজ হবে। যদিও ইংল্যান্ডের মাটিতে ১৩টি টেস্ট খেলে ওয়ার্নারের গড় মাত্র ২৬.০৪।