former BLACKCAPS coach David Trist (Photo Credit: X@BLACKCAPS)

মারা গেলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডেভিড ট্রিস্ট। গত বৃহস্পতিবার ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। মাত্র দুই বছর নিউ জিল্যান্ডের কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে সেই সময়টাতেই কিউইরা পেয়েছিল তাদের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় এক সাফল্য। ২০০০ সালে সেমি-ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ক্রিস কেয়ার্নসের সেঞ্চুরিতে তারা হারায় ভারতকে। এখন এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নিউ জিল্যান্ডের প্রথম বৈশ্বিক শিরোপা ছিল সেটি। পরের ২০ বছরে সেটিই ছিল নিউজিল্যান্ডের একমাত্র সাফল্য। এরপর ২০২১ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে ছিল কিউইরা।

ট্রিস্ট ছিলেন একজন পেসার। তবে খেলতে পারেননি জাতীয় দলে। ঘরোয়া ক্রিকেটেও ক্যান্টারবুরির হয়ে খেলেছেন মাত্র ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ আর ৬টি লিস্ট ‘এ।’ খেলা ছাড়ার পর কোচিং লাইনে চলে আসেন ও বেশি পরিচিতও পান। নিউ জিল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার আগে ক্যান্টারবুরি, দক্ষিণ আফ্রিকা, হংকং ও নেদারল্যান্ডসের কোচিং স্টাফে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালে স্টিভ রিক্সনের জায়গায় তিনি নিউজিল্যান্ডের দায়িত্ব নেন। ২০০১ সালে জাতীয় দলের মেয়াদ শেষে তিনি ফিরে যান ক্রাইস্টচার্চে। সেখানে ওল্ড কলেজিয়ান্স ক্রিকেট ক্লাবের কোচিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। তার জীবনের পথচলা শেষ পর্যন্ত থেমে গেল এই ক্রাইস্টচার্চেই।