সিএসকে বনাম কেকেআর (Photo Credits: File Photo)

আজ মুখোমুখি সিএসকে বনাম কেকেআর (CSK vs KKR)। টিকে থাকতে হলে আজ ভালো পারফর্ম করতেই হবে কেকেআরকে। প্লে-অফের সমীকরণে টিকে থাকতে জিততে হবে বাকি দুই ম্যাচই। কেকেআরের প্রথম পর্বের ম্যাচে সিএসকে-কে হারাতে বড় ভূমিকা নিয়েছিলেন রাহুল ত্রিপাঠি। তবে একেবারেই ছন্দে নেই তিনি। তবে রাহুল ত্রিপাঠিই নন কেকেআরের দলের প্রায় সব ব্যাটসম্যানই ভুগছেন ধারাবাহিকতার অভাবে।

সিএসকে বনাম কেকেআর ম্যাচটি কখন আছে?

সিএসকে বনাম কেকেআর ম্যাচ ২৯ অক্টোবর, বৃহস্পতিবার হবে।

সিএসকে বনাম কেকেআর খেলা কোথায় হবে?

সিএসকে বনাম কেকেআর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে।

সিএসকে বনাম কেকেআর ম্যাচ কখন শুরু হবে?

সিএসকে বনাম কেকেআর ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়। টস ৭টায়।

সিএসকে বনাম কেকেআর ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

সিএসকে বনাম কেকেআর ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে। বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে।

সিএসকে বনাম কেকেআর ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।