Cricket (Representational Image) (Photo Credit: Twitter)

নাসিক,২৫ জানুয়ারি: নাসিকে আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়ে ৩২ বছর বয়সী এক যুবকের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে নাসিক শহরের গঙ্গাপুর রোডের এনবিটি কলেজে (NBT College)। এই কলেজে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। হঠাৎই একজন খেলোয়াড়ের মাথা ঘোরার কারণে মাঠে পড়ে যান। চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় গঙ্গাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত যুবকের নাম আকাশ রবীন্দ্র ওয়াটেকার (Akash Ravindra Watekar)। এই ঘটনায় নাসিকের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। ICC Men's ODI Bowler Rankings: আইসিসির একদিবসীয় বোলার র‍্যাঙ্কিংয়ে এক নম্বর হলেন মোহাম্মদ সিরাজ

পুলিশের দাবি, আকাশ আইন কলেজের শেষ বর্ষে পড়ছিলেন। আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এনবিটি কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্টে বল করছিলেন তিনি। সেই সময় থেকেই তাঁর শারীরিক সমস্যা শুরু হয়। তিনি তার বন্ধুদের বিষয়টি জানান এবং একটি ওষুধের বড়ি চান। বড়ি খেয়ে সুস্থ বোধ করতে শুরু করেন এবং মাঠে ফিরে বোলিং শুরু করেন। কিন্তু বিকেল সাড়ে চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আকাশ মাঠে পড়ে যাওয়ার পর এক বন্ধু সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাঁর কাছে। তাঁকে তুলে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাবা, বোন ও ভাইপোকে নিয়ে তাঁর সংসার। আকাশের চলে যাওয়াতে গোটা পরিবারের পাশাপাশি বন্ধুদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।