Six Indian Cricketers Await Visa: রবিবার বার্মিংহামের উদ্দেশে রওনা দেওয়ার কথা, যদিও মহিলা ক্রিকেট দলের ৬ সদস্য এখনও ভিসা পাননি
Indian women's team (Photo credit: Twitter)

নতুন দিল্লি, ২২ জুলাই: বার্মিংহাম (Birmingham) কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) জন্য রওনা হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময় আগে ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women's Cricket Team) দলের ছয় সদস্য এখনও ভিসা (Visa) পাননি। কমনওয়েলথ গেমসে অভিষেক হচ্ছে মহিলা ক্রিকেটের। ভারতীয় দল বর্তমানে বেঙ্গালুরুতে অনুশীলন করছে এবং রবিবার বার্মিংহামের উদ্দেশে রওনা হবে। বিসিসিআই (BCCI) বিষয়টি নিয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) সঙ্গে যোগাযোগ করছে। সূত্রের খবর, মহিলা ক্রিকেটারদের কয়েকজনের ভিসা আজ এসেছে। কিন্তু ছয়টি আসা বাকি রয়েছে। যার মধ্যে তিনজন খেলোয়াড় এবং তিনজন সাপোর্ট স্টাফ রয়েছেন।

সূত্র আরও জানিয়েছে, গ্রীষ্মে ব্রিটেনে পর্যটকদের ভিড় রয়েছে। সেই কারণে ভিসার ক্ষেত্রে সময় লাগছে। কিটগুলি বেঙ্গালুরুতেও পৌঁছয়নি। তবে আইওএ-র কর্মকর্তা আশ্বাস দিয়েছেন যে শনিবারের মধ্যেই ভিসা চলে আসবে। আরও পড়ুন: Mumbai City FC Sign Bhaskar Roy: বাংলার গোলরক্ষক ভাস্কর রায়কে দলে নিল মুম্বই সিটি এফসি

২৪ জুলাই থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। এই প্রথমবার মহিলা ক্রিকেট টুর্নামেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ইতিমধ্যেই বিসিসিআই ১৫ সদস্যের মহিলা ক্রিকেটারের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ৩১ জুলাই ভারতের মেয়েরা পাকিস্তানের মুখোমুখি হবে। তার আগে অবশ্য ২৯ জুলাই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের খেলতে হবে।