Gautam Gambhir (Photo Credit: BCCI/ X)

চলতি মাসের শুরুতে দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর শুক্রবার মুম্বইয়ে রোহিত শর্মা (Rohit Sharma) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে ছয় ঘণ্টার ম্যারাথন বৈঠক করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মাত্র দ্বিতীয়বার ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা ছাড়াও, বিসিসিআই রোহিত এবং গম্ভীরকে মুম্বই টেস্টের জন্য পেসার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া এবং একই ম্যাচের জন্য র‍্যাঙ্ক টার্নার বাছাই সহ অন্যান্য বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দল আরও একটি একতরফা হারের মুখোমুখি হলে প্রধান কোচ গম্ভীরের চাকরি বিপদে পড়তে পারে বলেও জানা গেছে। রোহিত ও গম্ভীর ছাড়াও প্রধান নির্বাচক অজিত আগরকর, সচিব জয় শাহ এবং সভাপতি রজার বিনি বিসিসিআইয়ের সদর দফতরে বৈঠকে উপস্থিত ছিলেন। হেড কোচ গম্ভীর ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। AUS A vs IND A 2nd Unofficial Test Result: রুতুরাজদের সিরিজ হার! দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টেও ভারত 'এ'-কে হারাল অস্ট্রেলিয়া 'এ'

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, বুমরাহ মুম্বই টেস্ট না খেলার বিষয়ে নির্বাচক কমিটিকে আগে জানানো হয়নি। এই টেস্টে ভারত প্রথম ইনিংসে লিড নিলেও ২৫ রানে হেরে যায়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের মধ্যে কমিউনিকেশনের অভাবের বিষয়টি সভায় বোর্ডের নজরে আনা হয়েছে। এবছর মে মাসে কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয় আইপিএল শিরোপা এনে দেওয়ার পরপরই ভারতের প্রধান কোচ হিসেবে গম্ভীরের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এক দশকেরও বেশি সময় পরে ঘরের মাঠে তাদের প্রথম টেস্ট সিরিজ পরাজয়ের পাশাপাশি, মেন ইন ব্লু শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজও ০-২ ব্যবধানে হেরেছিল। ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো তারা ৫০ ওভারের ফর্ম্যাটে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ হেরেছে।

আর হেড কোচের দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মাথায় আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে ফলাফল খারাপ এলে নিজের চাকরি হারাতে পারেন গম্ভীর। দৈনিক জাগরণের রিপোর্ট বলছে, অস্ট্রেলিয়ায় একই রকম পরাজয় এলে প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীরকে টেস্ট ফর্ম্যাট থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হতে পারে। এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য মেন ইন ব্লু প্রধান কোচ হিসাবে থাকবেন তিনি। এই পরিস্থিতিতে গম্ভীরের প্রাক্তন সতীর্থ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণকে ফুল টাইম টেস্ট কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে।