Chittagong Kings vs Sylhet Strikers, BPL 2025: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ এর ম্যাচ নম্বর ১৯-এ চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২ জয় ও ৩ হারে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ২২৬ রান করেছেন জাকির হাসান। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তানজিম সাকিব। আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ রানে জিতেছিল সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে, ২ জয় ও ১ হারে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে চট্টগ্রাম কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম কিংসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক উসমান খান অঙ্কন, যিনি ১৯৬ রান করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি আলিস আল ইসলাম। নিজেদের আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল চট্টগ্রাম কিংস। Mahedi Hasan Bizarre Out: ফিল্ড অবস্ট্রাকশনের দায়ে নন-স্ট্রাইকার এন্ডে থেকেও আউট মেহেদী হাসান, দেখুন ভিডিও
চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স
It's time for a battle of the best! 💥 Sylhet Strikers vs. Chittagong Kings. Who will claim this match?#BPL | #CatchEveryMatch | #DontStopStreaming | #tapmad pic.twitter.com/G6VTse8Lc2
— tapmad (@tapmadtv) January 13, 2025
সিলেট স্ট্রাইকার্স স্কোয়াডঃ রাকিম কর্নওয়াল, জর্জ মুনসে, জাকির হাসান (উইকেটরক্ষক), অ্যারন জোনস, নাহিদুল ইসলাম, রনি তালুকদার, জাকের আলী, আরিফুল হক (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, রিস টপলি, আল-আমিন হোসেন, সামিউল্লাহ শিনওয়ারি, পল স্টার্লিং, নিহাদুজ্জমান, রুয়েল মিয়া।
চট্টগ্রাম কিংস স্কোয়াডঃ পারভেজ রহমান জীবন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামিম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম ইসলাম, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মঈন আলী, সাকিব আল হাসান, মার্শাল আইয়ুব, রাহাতুল ফেরদৌস, টম ও কনেল, পারভেজ হোসেন ইমন, মারুফ মৃধা।
কবে, কোথায় আয়োজিত হবে চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
১৩ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হবে চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায় এবং বাংলাদেশের সময় ২টোয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।