CSK vs SRH IPL 2021 Stat Highlights: ৭ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ধোনির সিএসকে
ডেভিড ওয়ার্নার বনাম সিএসকে (Photo Credits; Twitter/IPL)

চলতি আইপিএলের ২৩-তম ম্যাচে বাকি দলগুলিকে পিছনে ফেলে শীর্ষে চলে এল ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)৷ বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সাত রানে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল সিএসকে৷ চেন্নাই সুপার কিংস যখন আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে তখন ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ ৬ ম্যাচে হেরে প্লে অফে আদৌ যেতে পারবে কি না সেই ভাগ্য এখন সুতোয় ঝুলছে৷ রান তাড়া করে চেন্নাইয়ের জয়ের নায়ক দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডুপ্লেসি। রুতুরাজ মাত্র ৪৪ বলে ৭৫ রান করলেন। মারলেন ১২টি বাউন্ডারি। ডুপ্লেসি ৩৮ বলে ৫৬ রান করে আউট হলেন। ৯ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে। আরও পড়ুন-West Bengal Assembly Election 2021: কাজল সিনহার মৃত্যুতে দায়ি কমিশন, অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের তৃণমূলের মৃত প্রার্থীর স্ত্রীর

টসে জিতে সঠিক ভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার। জনি বেয়ারস্টোকে ২২ রানের মাথায় হারালেও ওয়ার্নারকে যোগ্য সঙ্গত দেন মণীশ পান্ডে। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন। তবে লুনগি এনগিডি একই ওভারে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেওয়ায় চাপে পড়ে গিয়েছিল হায়দরাবাদ। সেই চাপ কাটিয়ে দেন কেন উইলিয়ামসন। তাঁর ১০ বলে ২৬ রানের সৌজন্যে ১৭১ রানে পৌঁছে যায় হায়দরাবাদ।

এদিকে স্কোরবোর্ডে যথেষ্ট রান উঠলেও সৌভাগ্য ছিল চেন্নাই সুপার কিংসের মুঠোতে৷ তাই আবারও হারের মুখ দেখতে হল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদকে। ছয় ম্যাচে পঞ্চম বার হারল তারা।