Chennai Smashers (Photo Credit: ECL/ X)

Chennai Smashers vs Bangalore Bashers, ECL 2025 Final Live Streaming: এন্টারটেইনার্স ক্রিকেট লিগের ফাইনাল আজ, ১৬ মার্চ আয়োজিত হবে। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স। কোয়ালিফায়ার ১-এ লখনউ লায়ন্সকে হারানো চেন্নাই স্ম্যাশার্স অনেক বেশী আত্মবিশ্বাসী। অন্যদিকে, বেঙ্গালুরু ব্যাশার্সরা ব্যাক টু ব্যাক নকআউট গেম জিতে মোমেন্টম ধরে রাখতে চাইবে। প্রথম কোয়ালিফায়ারে লখনউ লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই। ১১৯ রান তাড়া করতে নেমে চেন্নাই মাত্র ৮.৩ ওভারে ১২৩/৬ রানে পৌঁছে যায়। অন্যদিকে, বেঙ্গালুরু বাশার্স ১১ বল বাকি থাকতে কলকাতা সুপারস্টার্সকে আট উইকেটে পরাজিত করে এলিমিনেটর জিতেছে। এরপর দিল্লির আইজি ইন্ডোর স্টেডিয়ামে কোয়ালিফায়ার ২-এ লখনউ লায়ন্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বেঙ্গালুরু ব্যাশার্স। ECL Cricket League: এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ফাইনালে চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স, প্লে অফে বাদ লখনউ লায়ন্স ও কলকাতা সুপারস্টার্স

চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স, ফাইনাল

এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ফাইনালের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স, ফাইনাল, এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ২০২৫ ম্যাচ?

১৬ মার্চ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে (Indira Gandhi Indoor Stadium, Delhi) আয়োজিত হবে চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স, ফাইনাল, এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স, ফাইনাল, এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ২০২৫ ম্যাচ?

চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স, ফাইনাল, এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স, ফাইনাল, এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ২০২৫ ম্যাচ

সরাসরি টিভিতে চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স, ফাইনাল, এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ২০২৫ ম্যাচ ভারতে দেখা যাবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স, ফাইনাল, এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ২০২৫ ম্যাচ

চেন্নাই স্ম্যাশার্স বনাম বেঙ্গালুরু ব্যাশার্স, ফাইনাল, এন্টারটেইনার্স ক্রিকেট লিগ ২০২৫ ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন Entertainers Cricket League-এর ইউটিউব চ্যানেলে।