মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার, ১০ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭ নম্বর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (Chattogram Challengers) ও রংপুর রাইডার্স (Rangpur Riders)। ফরচুন বরিশালের বিপক্ষে আগের ম্যাচে ১৬ রানে জিতে আজ মাঠে নামছে চট্টগ্রাম। যার ফলে সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে টানা চার ম্যাচে জয়ের ধারা নিয়ে মাঠে নামছে রংপুর। সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। মোট ১২ বার মুখোমুখি হওয়া দুই দলে রংপুর জিতেছে ৮ বার এবং চট্টগ্রাম জিতেছে ৪ বার। টুর্নামেন্টে এখন পর্যন্ত এই ভেন্যুতে খেলা ১২টি ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে রান তাড়া করা দল। তবে শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। প্রথম ইনিংসের গড় স্কোর ১৪৭ এবং এই মরসুমে সর্বোচ্চ লক্ষ্য তাড়া হয়েছে ১৮৮। টস জিতে অধিনায়ক ভেন্যুর সাম্প্রতিক রেকর্ড মাথায় রেখে প্রথমে বোলিং করতে চাইবেন। Tawhid Hridoy Century, BPL 2024: চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম শতক এল তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে
BPL T20 2024: Match 27 | 01:30 PM
Rangpur Riders vs Chattogram Challengers#BPL | #BCB | #Cricket | #BPL2024 pic.twitter.com/VSzRJAlw8r
— Bangladesh Cricket (@BCBtigers) February 10, 2024
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াডঃ তানজিদ হাসান, জস ব্রাউন, টম ব্রুস (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, নজিবুল্লাহ জাদরান, শাইখাত আলী, শুভগত হোম (অধিনায়ক), নিহাদুজ্জমান, সহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান, জিয়াউর রহমান, স্টিফেন এসকিনাজি, আবদুল্লাহ শফিক, মহম্মদ হাসনাইন, মহম্মদ হ্যারিস, সালাউদ্দিন সাকিল, কার্টিস ক্যাম্পার, ইমরান উজমান, হুনান শাহ, হুসনা হাবিব।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ রনি তালুকদার, বাবর আজম, সাকিব আল হাসান, টম মুরস, নুরুল হাসান (অধিনায়ক), জেমস নিশাম, ফজলে মাহমুদ, মেহেদী হাসান, শামিম হোসেন, সালমান ইরশাদ, হাসান মাহমুদ, হাসান মুরাদ, রিপন মণ্ডল, আশিকুর জামান, ইয়াসির মহম্মদ, ইহসানুল্লাহ, আবু হায়দার রনি।
কবে, কোথায় আয়োজিত হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ?
১০ ফেব্রুয়ারি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ।
কখন থেকে শুরু হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ?
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায় এবং বাংলাদেশে ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ
সরাসরি টিভিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ
ভারতে সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে।