আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে চলেছে পাকিস্তান। প্রথমে তারা নিজেদের দাবিতে অনড় ছিল যে পাকিস্তান ছাড়া অন্য কোনও দেশে এই টুর্নামেন্টের কোন ম্যাচ অনুষ্ঠিত হবেনা। কিন্তু সম্প্রতি আইসিসি-র একটি বৈঠকের পর তারা হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে কিছুটা হলেও নমনীয় হয়েছে। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে দু'টি শর্ত দিয়েছে পিসিবি। এক, আইসিসির আয় থেকে পিসিবির জন্য বাড়াতে হবে বরাদ্দ এবং দুই ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো আইসিসি-র টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বরফ গলার পরে পাকিস্তানের প্রাক্তন পেসার বিস্ফোরক মন্তব্য করেছেন এক পাক সংবাদমাধ্যমের কাছে।পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিতে এসেছিলেন শোয়েব আখতার। তিনি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের মতামত শেয়ার করেছেন। তিনি বলেন ''ভবিষ্যতে ভারতের মাটিতে খেলার ক্ষেত্রে আমার পরামর্শ হল, বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। ওখানে গিয়ে খেলো। আমার একটাই নীতি, ভারতে যাও এবং ওখানে গিয়ে ওদের হারাও। ইন্ডিয়ায় খেলতে যাও আর ওখানে গিয়েই ওদের মেরে এসো।''
"Wahin pe maar ke aao" @shoaib100mph reacts to #ChampionsTrophy2025 row. pic.twitter.com/IPzrvtpziW
— Mohammed Baleegh (@MohammedBaleeg2) December 2, 2024
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হবে। ভারতের ম্যাচগুলো দুবাইয়ের মাটিতে হবে। ভারত সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছলে দুবাইতেই বল গড়াবে সেই ম্যাচগুলোর। আর ভারত ছাড়পত্র জোগাড় করতে না পারলে দুটো সেমিফাইনাল ও ফাইনাল হবে পাকিস্তানের মাটিতেই।